এম মনির চৌধুরী রানাঃ আজ ১২ মে ২০২৫ সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন সংগ্রাম কমিটি, ঢাকার উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন সংগ্রাম কমিটি, ঢাকার সভাপতি ডেপুটি এটর্নী জেনারেল এ্যাড. ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ আইনজ্ঞ মোঃ আব্দুল মোমেন চৌধুরী, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী, প্রফেসর মোঃ মুসা খান, সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিজান, রাজনীতিবিদ এ্যাড. নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ, আব্দুল আওয়াল জাহেদ, এ্যাড. সাজ্জাদ হোসেন, মোঃ শাহজাহান মন্টু, মোঃ ইসমাঈল, ছাত্রনেতা মহসিন মিয়া, শ্রমিক নেতা রুবেল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত। চট্টগ্রাম-কক্সবজার সড়কটি অপ্রশস্ত হওয়ার কারণে কক্সবাজারের পর্যটন খ্যাত এ সম্ভাবনা থাকার পরও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়নি। বাংলাদেশের জাতীয় রাজস্ব আয়ের শতকরা ৮০ ভাগ চট্টগ্রাম যোগান দিয়ে আসছে। কিন্তু সে হিসেবে বৃহত্তর চট্টগ্রামের জন্য কোন উন্নয়ন আজ পর্যন্ত হয়নি।
আসন্ন জাতীয় বাজেটে চট্টগ্রাম-কক্সবাজার সড়কটি ৬ লেনে উন্নীত করণের জন্য বিশেষ বরাদ্দ রাখার দাবী জানিয়ে বক্তরা বলেন, অবিলম্বে বিশেষ প্রকল্প গ্রহণের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক সম্প্রসারণের কাজ শুরু করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। মানববন্ধন থেকে আগামী ১৪ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রাম আগমনের সময় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করণের ঘোষণা দাবি করা হয়। অন্যথায় আগামী ২৫ মে রোববার চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।