মোঃ অপু খান চৌধুরী। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের মৃত রফিকুল ইসলাম ভূইয়া চেয়ারম্যান বাড়ী সংলগ্ন পুকুরে থেকে মমিনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গতকাল ১২ মে (সোমবার) সকালে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ব্রাহ্মণপাড়া থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। মৃত মমিনা বেগম উপজেলার দুলালপুর গ্রামের অহেদ আলীর স্ত্রী। সে মৃগী রোগী ছিল বলে পরিবারের লোকজন জানায়।
এ ব্যপারে দুলালপুর গ্রামের বাসিন্দা ও ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমীকদলের সভাপতি মোঃ কাউছার আলম জানান, রোববার সন্ধ্যা থেকে বৃদ্ধা মমিনা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাকে সারারাত আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরিবারের সবার ধারণা রোববার সন্ধ্যার কোন এক সময় পুকুরের পানিতে ডুবে সে মারা যায়। সোমবার সকালে নিহতের লাশ পানিতে ভেসে উঠলে এলাকার লোকজন ব্রাহ্মণপাড়া থানায় খবর দিলে পুলিশ নিহতের লাশ পুকুরের পানি থেকে উদ্ধার করে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) অমৃত মজুমদার জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।