মোঃ অপু খান চৌধুরী।
ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের বিশিষ্ট সমাজসেবক সিদ্দিকুর রহমান (৭৫) এর দাপন সম্পূর্ণ হয়েছে। গতকাল সোমবার ১২ মে ছাতিয়ানি ঈদগাহ ময়দানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মরহম সিদ্দিকুর রহমান একজন কলা ব্যবসায়ী ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গতকাল সোমবার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি তিন ছেলে দুই মেয়ে স্ত্রী সহ বহু গুণগ্রাহী রেখেযান।
তার নামাজের জানাজায় উপস্থিত ছিলেন, কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মপাড়ার আলোকিত মানুষ বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান, মোস্তফা কামাল মানিক, শাহাদাত হোসেন ভূঁইয়া জীবন, খলিলুর রহমান, এমরান মাস্টার, গাজী ইসরাফিল, হাফেজ সরকার, গাজী মোস্তফা কামাল, জামাল হোসেন মাস্টার, জসীমউদ্দীন বাবুর্চি, আবু সায়েমসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লী।