মোঃ অপু খান চৌধুরী। বুড়িচং- ব্রাহ্মণপাড়া উপজেলার সীমানায় অবস্থিত কুমিল্লার সর্ববৃহৎ ঈদগাহ ময়দান দড়িয়ারপাড় ঈদগাহ উন্নয়নে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
গতকাল সোমবার (১২ মে) বিকেলে দরিয়ারপাড় ঈদগাহ ময়দান উন্নয়নে ঈদগাহ কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঈদগাহ কমিটির সভাপতি ও বুড়িচং ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবদীনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৫ বুড়িচং- ব্রাহ্মণপাড়ার আলোকিত মানুষ ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি নিজস্ব তহবিল থেকে ১০ লক্ষ টাকা উন্নয়নের জন্য চেক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ, সহ-সভাপতি সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, কামাল হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সদস্য আবু জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলায় বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এনায়েত করিব ভুইয়া, বিএনপি নেতা দিদারুল ইসলাম ভূইয়া, এমরান হোসেন মাস্টার, জয়লাল হাজারী, মোহাম্মদ হাছানপ্রমূখ।
এ সময় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দরিয়ার পাড় ঈদগাহের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং তিনি তার নিজ এলাকায় এসে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপি এ দেশ ও দেশের মানুষের কল্যাণে সব সময় কাজ করে। দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে তা বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। এ ৩১ দফাকে ধারণ করে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের অগ্রযাত্রা কে কেউ থামিয়ে রাখতে পারবে না।