মুলাদী প্রতিনিধিঃ মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাঠেরপুল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে শালিশদের সামনে বাবা ও মেয়েকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতালে ভর্তি আহত ও স্থানীয় সুত্রে জানা গেছে, কাঠেরপোল এলাকার মৃত লতিফ বেপারীর পুত্র ফরিদ বেপারী তাদের পৈত্রিক সম্পত্তিতে ঘরের কাজ শুরু করলে এতে বাধা প্রদান করেন প্রতিবেশি রহিম শরীফের পুত্র মাসুম শরীফ ও তার লোকজন।
এ নিয়ে গতকাল শনিবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিশ মিমাংশায় বসে উভয় পক্ষ। শালিশ মিমাংশার একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে শালিশদের সামনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ফরিদ বেপারী ও তার কন্য শিমা আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করে রহিম শরীফের পুত্র মাসুম শরীফ, কবির শরীফ, কাশেম শরীফের পুত্র সাইফুল শরীফ, সিদ্দিক শরীফের পুত্র দেলোয়ার শরীফ, দেলোয়ার শরীফের পুত্র সোহেল, সিদ্দিক শরীফ এর পুত্র হযরত শরীফ সহ একদল সন্ত্রাসী।
পরবর্তিতে স্থানীয়রা গুরুতর আহত ফরিদ বেপারী ও তার কন্য শিমা আক্তারকে উদ্ধার করে মুলাদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করেন। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে আহত ফরিদ বেপারীর পরিবার।