ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপহরণ করে মুক্তিপণ দাবী মামলার তদন্তে প্রাপ্ত আসামী আমীন কক্সবাজারের টেকনাফ হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার। রাজশাহীতে ৭ মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার  মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী অহিদুল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে র‌্যাব কর্তৃক গ্রেফতার। জগন্নাথপুরে যৌতুকের জন্য স্ত্রীর চুল কর্তন, শাশুড়ির মামলায় জামাতা কারাগারে। জগন্নাথপুরে চাষাবাদের ব্লক প্রদর্শনী ও কৃষক সমাবেশ তীব্র গরমে অতিষ্ঠ নিম্ন জন জীবন মালাপাড়া ইউনিয়ন বিএনপি’র পাল্টাপাল্টি কমিটি গঠন  ০১ জন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান মাদক গাঁজা ৪৬ কেজি ও ফেন্সিডিল ১১৪ বোতলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। বিএনপি ক্ষমতায় গেলে বিশ্ব দরবারে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নানা আয়োজনে রাজস্থলীতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন 

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার 

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার 

 
মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মী (বডিগার্ড) কাউসার আহমেদ বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত বাবু জেলার তানোর পৌরসভার আমশো মহল্লার বাসিন্দা। তার বাবার নাম মৃত মফিজ উদ্দিন। বাবু একসময় বিডিআরের সদস্য ছিলেন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং পরে তিনি চাকরিচ্যুত হন। এরপর এলাকায় ফিরে তৎকালীন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন।
অস্ত্র ব্যবহারে দক্ষতার কারণে ওমর ফারুক চৌধুরী তাকে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ‘গানম্যান’ হিসেবে সঙ্গে রাখতেন। গত বছরের ৫ আগস্টের আগপর্যন্ত বাবুকে সব সময় ফারুক চৌধুরীর সঙ্গে দেখা যেত। সেই সময় তার কোমরে একটি পিস্তল ঝোলানো থাকত। স্থানীয়ভাবে তিনি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ হিসেবেই পরিচিত ছিলেন।
তবে বাবু যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন সেটি তার নিজের, নাকি ওমর ফারুক চৌধুরীর লাইসেন্স করা অস্ত্র- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘বাবু সাবেক এমপি ফারুক চৌধুরীর গানম্যান বা বডিগার্ড ছিলেন কি না, তা আমি জানি না। তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।’
তিনি বলেন, ‘বাবুর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফেরার খবর পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

বাবুর অস্ত্রের বিষয়ে ওসি আরও বলেন, 
‘এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তবে এমন কথা শুনেছি, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ।
আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

অপহরণ করে মুক্তিপণ দাবী মামলার তদন্তে প্রাপ্ত আসামী আমীন কক্সবাজারের টেকনাফ হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার 

আপডেট সময় ০১:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
 
মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মী (বডিগার্ড) কাউসার আহমেদ বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত বাবু জেলার তানোর পৌরসভার আমশো মহল্লার বাসিন্দা। তার বাবার নাম মৃত মফিজ উদ্দিন। বাবু একসময় বিডিআরের সদস্য ছিলেন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং পরে তিনি চাকরিচ্যুত হন। এরপর এলাকায় ফিরে তৎকালীন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন।
অস্ত্র ব্যবহারে দক্ষতার কারণে ওমর ফারুক চৌধুরী তাকে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ‘গানম্যান’ হিসেবে সঙ্গে রাখতেন। গত বছরের ৫ আগস্টের আগপর্যন্ত বাবুকে সব সময় ফারুক চৌধুরীর সঙ্গে দেখা যেত। সেই সময় তার কোমরে একটি পিস্তল ঝোলানো থাকত। স্থানীয়ভাবে তিনি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ হিসেবেই পরিচিত ছিলেন।
তবে বাবু যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন সেটি তার নিজের, নাকি ওমর ফারুক চৌধুরীর লাইসেন্স করা অস্ত্র- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘বাবু সাবেক এমপি ফারুক চৌধুরীর গানম্যান বা বডিগার্ড ছিলেন কি না, তা আমি জানি না। তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।’
তিনি বলেন, ‘বাবুর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফেরার খবর পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

বাবুর অস্ত্রের বিষয়ে ওসি আরও বলেন, 
‘এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তবে এমন কথা শুনেছি, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ।