প্রতিনিধি ধামরাই ঢাকা : আজ ৫ মে (সোমবার) বা’দ আসর বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সাভার মডেল মসজিদ এর সামনে “শাপলা ও জুলাই গণহত্যার বিচার ও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে” বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এবং মিছিলটি মডেল মসজিদ থেকে শুরু হয়ে সাভার বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে।
মিছিলপূ্র্ব সমাবেশে ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আঃ সবুর খান এর সভাপতিত্বে ও মুফতি মুহাম্মদ আমিন কাসেমীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম শাকিল।
এসময় ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা মাহবুবুল হক বর্তমান সরকার প্রধান ড.ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, ২০১৩ সালের ৫ই মে শাপলায় এবং ২০২৪ এর জুলাই বিপ্লবের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং আগামী জুলাই আসার আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে শেখ হাসিনা ও তার দোসরদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করতে হবে। অন্যথায় আপনার পরিণতিও খুনি শেখ হাসিনার মত হবে।
উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তরের দফতর সম্পাদক, মাওলানা রাফিউল ইসলাম,বায়তুল মাল সম্পাদক, মুফতী আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী মাহদী হাসান ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ।
এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তরের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সদস্যবৃন্দ । সর্বশেষ বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা নাযির আহমদ এর দোয়ার মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।