বরুড়ার প্রতিনিধি মোতালিব হোসাইন:
২ মে ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার মুদাফরগঞ্জ আজহারুল উলূম (এ.ইউ) ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বা প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে সংগঠনের নাম, সদস্য হওয়ার যোগ্যতা, সদস্য অন্তর্ভুক্তি ফি নির্ধারণ এবং আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের নাম- Alamni Association of Mudafarganj A.U Fazil Madrasah (বাংলায় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ, মুদাফরগঞ্জ এ.ইউ ফাজিল মাদ্রাসা)।
সদস্য হওয়ার যোগ্যতা- মুদাফরগঞ্জ এ.ইউ ফাজিল মাদ্রাসা থেকে দাখিল, আলিম অথবা ফাজিল পাস করা যেকোনো শিক্ষার্থী এই সংগঠনের সদস্য হতে পারবেন। প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে অন্তর্ভুক্তি ফি ১০০০ টাকা, বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা।
আহবায়ক কমিটিঃ
উপস্থিত উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের আলোকে নিম্নোক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে-
আহ্বায়ক- শাহ মোহাম্মদ শফিকুর রহমান,
যুগ্ম আহ্বায়ক- মির্জা দেলোয়ার, আহমদ উল্লাহ, ওমর ফারুক গাজী ও আলী আকবর লিটন।
সদস্য সচিব- আনোয়ার হোসাইন, সদস্য- মুহাম্মদ সালাহউদ্দিন, ডা. আনিসুর রহমান, শাহজালাল, মাইনুল ইসলাম মাহিন, শরিফ উদ্দিন আকাশ, আলমগীর ও আবু রায়হান নয়ন।
আহ্বায়ক কমিটি শিগগিরই সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করবেন এবং কোরবানির ঈদের ২য় দিন (১১ জিলহজ্জ) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করবেন। সংগঠনের সন্তোষজনক সদস্য সংগ্রহ করে একটি বড় মিলনমেলা করার পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটি গঠনে উদ্যোগী হবেন।
সভায় উপস্থিত ছিলেন- প্রাক্তন শিক্ষার্থী শফিকুর রহমান, শরীফ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, আজিজুর রহমান চৌধুরী, মাহমুদুল হাসান, ডা. আনিসুর রহমান, আলী আকবর, আবু রায়হান নয়ন, আহমদ উল্লাহ, আলমগীর হোসেন, শাহজালাল গাজী, শাহিন আলম, সাদেক উল্লাহ, মাইনুল ইসলাম মাহিন, আবুল কালাম, মেজবাহ উদ্দিন ত্বোহা, মহিব উল্লাহ, সরওয়ার উদ্দিন, আবু মুছা, শরিফ উদ্দিন, আনোয়ার হোসাইন, মির্জা দেলোয়ার হোসাইন, শফিকুল ইসলাম ও মুহাম্মদ সালাহউদ্দিন।