তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গলায় লিচুর বিচি আটকে রবিউল ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ওই গ্রামের রেজাউলের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রবিউল আনুমানিক রাত আটটার দিকে লিচু খাচ্ছিল। অসাবধানতাবশত সে লিচুর বিচি গিলে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাসকষ্ট শুরু হয় এবং সে ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, রাত পৌনে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়ন আহমেদ নূর এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনাটি আবারও ছোট শিশুদের খাওয়াদাওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।