নিজস্ব প্রতিবেদক : পাবনার ফরিদপুরের ডেমরাতে। পাবনা জেলার ফকির সাধু বাউল শিল্পী সংস্কার অন্তর্ভুক্ত। আঞ্চলিক কমিটি ডেমরা বাস স্ট্যান্ড ফরিদপুর। পাবনার জেলার ফকির সাধু ও বাউল শিল্পী সংস্কার নাম থাকলেও নাই কোন সংস্কার। নাই কোন স্থায়ী ঘর। বর্তমান যে ঘরে কিল্লাব করা হয়েছে। সে ঘরের প্রতিমাসে কারেন্ট বিল ও ঘর ভাড়া দিতে । গুনতে হয় মোটা অংকের টাকা। এদিকে একটু বৃষ্টি হলেই। টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে ঘরের ভিতরে। থাকা নষ্ট হচ্ছে বিভিন্ন বাদ্যকর ও যন্ত্রকর ।
ঢোল বাঁশি হারমনি আরো অনেক কিছু। মানুষ বুঝলে সোনার হবি। এই স্লোগানকে সামনে রেখে ডেমরা বাস স্ট্যান্ড আঞ্চলিক কমিটি গঠন করা হয়। ডেমরা আঞ্চলিক কমিটির। (ফকির মোঃ আব্দুল মজিদ) সভাপতি ডেমরা আঞ্চলিক কমিটি। জনসাধারণের সাথে কথা বললে তারা জানান, দৈনিক বাংলার আলো কে। (ফকির মোঃ শাহ আবুল) সভাপতি জেলা বাউল সংস্থা। কাছে দাবি জানান। অতি দ্রুত
ডেমরা আঞ্চলিক কমিটির স্থায়ী ঘর করে দেয়ার জন্য। শুধু নামে থাকলে হবে না সংস্কার দেখাতে হবে সংস্কার।