ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা! ১০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেটসহ আটক ১ দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না -ড. মুহাম্মদ রেজাউল করিম ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে ভাষা সাহিত্য, সাংবািদকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গণধর্ষণ, চাঁদাবাজি, দখলদারি ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় গনঅধিকার পরিষদের বিক্ষোভ ও গণমিছিল    জুম্মার নামাজের সময় মটরসাইকেল চুরি জনতার হাতে মেম্বার পুত্র আটক অযত্নে অবহেলায় পড়ে আছে পৈল কমিউনিটি ক্লিনিক  সভাপতি কামরান সাধারণ সম্পাদক সাহান মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন পিআর পদ্ধতিতের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব: আলহাজ মাসুদ সাঈদী গৌরীপুরে শিক্ষার্থীদের গাছের চারা উপহার

পাবনার ফরিদপুর ডেমরা বাউল শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান

পাবনার ফরিদপুর ডেমরা বাউল শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান

 

 

নিজস্ব প্রতিবেদক : পাবনার ফরিদপুরের ডেমরাতে। পাবনা জেলার ফকির সাধু বাউল শিল্পী সংস্কার অন্তর্ভুক্ত। আঞ্চলিক কমিটি ডেমরা বাস স্ট্যান্ড ফরিদপুর। পাবনার জেলার ফকির সাধু ও বাউল শিল্পী সংস্কার নাম থাকলেও নাই কোন সংস্কার। নাই কোন স্থায়ী ঘর। বর্তমান যে ঘরে কিল্লাব করা হয়েছে। সে ঘরের প্রতিমাসে কারেন্ট বিল ও ঘর ভাড়া দিতে । গুনতে হয় মোটা অংকের টাকা। এদিকে একটু বৃষ্টি হলেই। টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে ঘরের ভিতরে। থাকা নষ্ট হচ্ছে বিভিন্ন বাদ্যকর ও যন্ত্রকর ।

ঢোল বাঁশি হারমনি আরো অনেক কিছু। মানুষ বুঝলে সোনার হবি। এই স্লোগানকে সামনে রেখে ডেমরা বাস স্ট্যান্ড আঞ্চলিক কমিটি গঠন করা হয়। ডেমরা আঞ্চলিক কমিটির। (ফকির মোঃ আব্দুল মজিদ) সভাপতি ডেমরা আঞ্চলিক কমিটি। জনসাধারণের সাথে কথা বললে তারা জানান, দৈনিক বাংলার আলো কে। (ফকির মোঃ শাহ আবুল) সভাপতি জেলা বাউল সংস্থা। কাছে দাবি জানান। অতি দ্রুত
ডেমরা আঞ্চলিক কমিটির স্থায়ী ঘর করে দেয়ার জন্য। শুধু নামে থাকলে হবে না সংস্কার দেখাতে হবে সংস্কার।
আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা! ১০ হাজার টাকা জরিমানা

পাবনার ফরিদপুর ডেমরা বাউল শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান

আপডেট সময় ১২:৪৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

 

নিজস্ব প্রতিবেদক : পাবনার ফরিদপুরের ডেমরাতে। পাবনা জেলার ফকির সাধু বাউল শিল্পী সংস্কার অন্তর্ভুক্ত। আঞ্চলিক কমিটি ডেমরা বাস স্ট্যান্ড ফরিদপুর। পাবনার জেলার ফকির সাধু ও বাউল শিল্পী সংস্কার নাম থাকলেও নাই কোন সংস্কার। নাই কোন স্থায়ী ঘর। বর্তমান যে ঘরে কিল্লাব করা হয়েছে। সে ঘরের প্রতিমাসে কারেন্ট বিল ও ঘর ভাড়া দিতে । গুনতে হয় মোটা অংকের টাকা। এদিকে একটু বৃষ্টি হলেই। টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে ঘরের ভিতরে। থাকা নষ্ট হচ্ছে বিভিন্ন বাদ্যকর ও যন্ত্রকর ।

ঢোল বাঁশি হারমনি আরো অনেক কিছু। মানুষ বুঝলে সোনার হবি। এই স্লোগানকে সামনে রেখে ডেমরা বাস স্ট্যান্ড আঞ্চলিক কমিটি গঠন করা হয়। ডেমরা আঞ্চলিক কমিটির। (ফকির মোঃ আব্দুল মজিদ) সভাপতি ডেমরা আঞ্চলিক কমিটি। জনসাধারণের সাথে কথা বললে তারা জানান, দৈনিক বাংলার আলো কে। (ফকির মোঃ শাহ আবুল) সভাপতি জেলা বাউল সংস্থা। কাছে দাবি জানান। অতি দ্রুত
ডেমরা আঞ্চলিক কমিটির স্থায়ী ঘর করে দেয়ার জন্য। শুধু নামে থাকলে হবে না সংস্কার দেখাতে হবে সংস্কার।