এই সাঁকোটি দিয়ে অত্র এলাকার জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জোলাগাতি ফাজিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিটি ক্লিনিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে যাতায়াতের একমাত্র সহজ পথ হল উক্ত সাঁকোটি। সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় অত্র এলাকার জনগণ অনেক দূর হেঁটে বিকল্প পথে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এতে করে স্কুলগামী ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাতায়াতের সময় বেশি লাগছে।
স্কুলগামী শিক্ষার্থী মোহাম্মদ আরিফ, মেহেদী ও হাফিজা জানান, আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকোটি পার হয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে।
এলাকার ছাত্র অভিভাবক মাওলানা আব্দুল লতিফ ও হারুন রাঢ়ি বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকির ভিতরে সাঁকো পারাপার হচ্ছে। এছাড়া নারী ও বয়স্ক ব্যক্তিদের পারাপারের খুবই সমস্যা হচ্ছে।
শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, এখানে একটি স্থায়ী ব্রিজ দরকার। আমাদের পরিষদের বরাদ্দ খুবই কম। আমরা উপজেলা সমন্বয়ে মিটিং সহ বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করেও স্থায়ী কোন ব্রিজের নির্মাণের কাজে অগ্রসর হতে পারছি না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।