ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ী উপজেলার শিবপুর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার অন্যতম প্রধান পলাতক আসামী কফিল উদ্দিন গ্রেফতার। চান্দিনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে ৩০ হাজার টাকা জরিমানা  বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। পটিয়া চন্দনাইশ নতুন ওসি নুরুজ্জামান ও গোলাম সরওয়ার  অপহরণ মামলার ১ নং এজাহারনামীয় আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার। ব্রাহ্মণপাড়ায় কমফোর্ট হসপিটালের শুভ উদ্ভোধন যুক্তরাজ্য সফরে সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ-কে ফুলেল শু‌ভেচ্ছা জানিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

“মে দিবস” যার প্রেক্ষাপট আজো একই রকম  

"মে দিবস" যার প্রেক্ষাপট আজো একই রকম  

 

শাহ কামাল সবুজ : 

ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য দিক হলো যারা ইতিহাস তৈরিতে জীবন উৎস্বর্গ করেন তাদের ভাগ্য পরিবর্তন হয়না। তাদের কষ্টার্জিত ফল ভোগ করে এক শ্রেণির সুবিধাভোগী টাউট বাটপাররা। অর্থাৎ হাইজ্যাক হয়ে যায় তাদের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত ফসল।

আজকের এই দিনে শিকাগো শহরে শ্রমিকদের নূন্যতম কর্মঘন্টা, পেনসন ভাতা, মৃত্যু ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা এসব আদায়ে যে শ্রমিকরা রাস্তায় নেমে এসেছিল। যারা রক্ত ঢেলেছিল, আত্মাহুতি দিয়েছিল তাদের ভাগ্য আজো পরিবর্তন হয়নি।


দূর্ভাগ্য সেদিন এইসব অসহায়, 
দিনমজুর, মজদুর, শ্রমিকদের উপর যারা সরকার আশ্রিত কর্মচারী, কর্মকর্তারা পুলিশের সাথে কাধে কাধ মিলিয়ে মিছিলে আক্রমণ করেছিল। বাসা বাড়ি থেকে প্রতিবাদী শ্রমিকদের ধরে এনে নির্যাতন করেছিল। লাশ গুম করেছিল। তারাই কালক্রমে সরকারি তকমা ধারণ করে সাধারণ শ্রমিকদের রক্তে অর্জিত সকল সুযোগ সুবিধার ফল আজ তারা ভোগ করছে।

আর সেদিনের সেই অভুক্ত, গুলি খাওয়া, প্রাণ দেয়া শ্রমিকদের উত্তরসূরীরা আজো রাজপথে মিছিল করছে। নির্যাতন সইছে। জেলে যাচ্ছে। দণ্ড দিচ্ছে।

নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। যারা লড়ে, রক্ত দেয়, মরে তারাই বঞ্চিত হয় আর দালালরাই তার সুবিধা ভোগ করে।
ইতিহাসের পিছনের এই ইতিহাস সরকারি ভোগবাদীদের প্রচার ও পদলেহনে এমনভাবে চাপা পড়েছে। বলতে গেলে আমরা এখন কেউই এসব সত্যের খোঁজ আর রাখিনা।

জয় হোক দুনিয়ার মেহনতী শ্রমিক, মজদুরের।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী উপজেলার শিবপুর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট

“মে দিবস” যার প্রেক্ষাপট আজো একই রকম  

আপডেট সময় ০১:৫৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

 

শাহ কামাল সবুজ : 

ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য দিক হলো যারা ইতিহাস তৈরিতে জীবন উৎস্বর্গ করেন তাদের ভাগ্য পরিবর্তন হয়না। তাদের কষ্টার্জিত ফল ভোগ করে এক শ্রেণির সুবিধাভোগী টাউট বাটপাররা। অর্থাৎ হাইজ্যাক হয়ে যায় তাদের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত ফসল।

আজকের এই দিনে শিকাগো শহরে শ্রমিকদের নূন্যতম কর্মঘন্টা, পেনসন ভাতা, মৃত্যু ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা এসব আদায়ে যে শ্রমিকরা রাস্তায় নেমে এসেছিল। যারা রক্ত ঢেলেছিল, আত্মাহুতি দিয়েছিল তাদের ভাগ্য আজো পরিবর্তন হয়নি।


দূর্ভাগ্য সেদিন এইসব অসহায়, 
দিনমজুর, মজদুর, শ্রমিকদের উপর যারা সরকার আশ্রিত কর্মচারী, কর্মকর্তারা পুলিশের সাথে কাধে কাধ মিলিয়ে মিছিলে আক্রমণ করেছিল। বাসা বাড়ি থেকে প্রতিবাদী শ্রমিকদের ধরে এনে নির্যাতন করেছিল। লাশ গুম করেছিল। তারাই কালক্রমে সরকারি তকমা ধারণ করে সাধারণ শ্রমিকদের রক্তে অর্জিত সকল সুযোগ সুবিধার ফল আজ তারা ভোগ করছে।

আর সেদিনের সেই অভুক্ত, গুলি খাওয়া, প্রাণ দেয়া শ্রমিকদের উত্তরসূরীরা আজো রাজপথে মিছিল করছে। নির্যাতন সইছে। জেলে যাচ্ছে। দণ্ড দিচ্ছে।

নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। যারা লড়ে, রক্ত দেয়, মরে তারাই বঞ্চিত হয় আর দালালরাই তার সুবিধা ভোগ করে।
ইতিহাসের পিছনের এই ইতিহাস সরকারি ভোগবাদীদের প্রচার ও পদলেহনে এমনভাবে চাপা পড়েছে। বলতে গেলে আমরা এখন কেউই এসব সত্যের খোঁজ আর রাখিনা।

জয় হোক দুনিয়ার মেহনতী শ্রমিক, মজদুরের।