নিজস্ব প্রতিবেদক : প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী সৈয়দ আনছার (৪১) লালবাগে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
অদ্য ২৯/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯.১৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর লালবাগ থানাধীন বুয়েট বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সি আর মামলা নং- ৯২/২১ ধারা- ৪০৬/৪২০ এর অপরাধে ০১ বছরের সাজা ও ৫,০০০/- টাকা অর্থ দন্ডে দন্ডিত আসামী সৈয়দ আনছার আলী (৪১), পিতা- আতর আলী, সাং-বাজড়া, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।