নিজস্ব প্রতিবেদক
একজন জুলাই যোদ্ধা মো. সোহেল রানা। তাঁর কেস আইডি-১০০৫৯। তিনি ঢাকা মহাখালী আইপিএইচ এলাকার বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে অসুস্থতার কারণে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি অভিযোগ করেছেন সরকার থেকে জুলাই যোদ্ধাদের দেওয়া স্বাস্থ্য কার্ড হাসপাতালে দেখানোর পর পাননি বিনামূল্যে কোনো ওষুধ। পাননি বিশেষ কোনো সুবিধাও। প্রতিদিন ৮০০ টাকার ওষুধ নিজ খরচে কিনতে হয়েছে। এক পর্যায়ে অর্থাভাবে ওষুধ কিনতে না পেরে হাসপাতাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।
সোহেল রানা অভিযোগ করেন, এবিষয়ে স্বাস্থ্য বিষয়ক কমিটি ও সমন্বয়কদেরকে জানানোর পর তাঁরা সকলেই দায়সারা বক্তব্য দিয়েছে। এছাড়া স্বাস্থ্য সহকারী উপদেষ্টাকে জানানোর পর তিনি নাকি বলেছেন এটা তাঁর কাজ না। সোহেল রানা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন তাহলে কার কাছে জানাবেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জুলাই যোদ্ধা সোহেল রানা এসব অভিযোগ করেন। স্ট্যাটাসের মাধ্যমে তিনি সকলের কাছে বিচার দিয়েছেন।
সোহেল রানার স্ট্যাটাসটি পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো:-
“স্বাস্থ্য কার্ডের নামে মুলা ঝুলিয়ে দেওয়ার কারণে Chief Adviser GOB অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ, শারীরিক স্বাস্থ্যের অবনতির কারণে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছিলাম চিকিৎসার জন্য সেখানে তারা ওষুধ তো দেয়নি স্বাস্থ্য কার্ড দেখানোর পরও তারা কোন তোয়াক্কা করেনি স্বাস্থ্য বিষয়ক কমিটি ও সমন্বয়কদেরকে জানিয়েছি তারা সকলেই দায়সারা বক্তব্য দিয়েছে যা অত্যন্ত দুঃখজনক এবং স্বাস্থ্য সহকারী উপদেষ্টা কে জানিয়েছি তিনি আমাকে বলে এটা কি উনার কাজ নাকি তাহলে আমি কার কাছে জানাবো কাকে বলব তাই বিচার দিলাম আপনাদের কাছে।
প্রতিদিন ৮০০ টাকার ওষুধ লাগে তাই উপায় না পেয়ে শেষ পর্যন্ত টাকার জন্য চিকিৎসা না পেয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছি হাসপাতাল থেকে ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা কে।
আল্লাহর গজব নাজির হোক স্বাস্থ্য উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা Md Sayedur Rahman এর উপর।
Ataur Rahman Muhammad Yunus Muhammad Tuhin Farabi Mohammed Khan ভাই আপনারা সাক্ষী থাকলেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না…. নিশ্চয়ই এদের উপর আল্লাহর গজব নাজিল হবে ইনশাআল্লাহ!”