উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ থেকে ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২৮ এপ্রিল আনুমানিক সকাল ১০ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয় । এসময় বাড়িতে কেউ না থাকায় আশেপাশের লোকজন ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়। সাথে সাথে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে সরকারি মহিলা কলেজ সংলগ্ন মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে। ক্ষতিগ্রস্ত ঘর মালিক মোসলেম উদ্দিন হাওলাদার এর ছেলে জাহাঙ্গীর হাওলাদার।
এ বিষয়ে তার পরিবার থেকে জানানো হয়েছে, নগদ এক লক্ষ টাকা, দশ ভরি স্বর্নলংকার সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
কচুয়া উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ এনেছি। ধারণা করছি শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আমরা যথাসময়ে খবর না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘর ও মালামাল ভস্মীভূত হয়ে গেছে।