ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে দুর্বৃত্তদের হামলায় আওয়ামী সন্ত্রাসী রবি আহত পটুয়াখালীতে কোষ্ট গার্ডের হাতে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল ও পলিথিন জব্দ  বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সমিতির মধ্যে দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বৈষম্য নিরসন সহ ৫ দফা দাবিতে রাবি’তে কৃষি অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি নবম গ্রেড, সুনির্দিষ্ট পদসোপান ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর হতে পারে মাধ্যমিক শিক্ষার উন্নয়নের ভিত্তি। মহানগরীর হাইটেক পার্ক এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী সুমন গ্রেফতার বানারীপাড়ায় শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা: গ্রেফতার-১ খানসামায় সাপের কামড়ে এক সাপুরের মৃত্যু  শৈশবের টানে ফিরেই এলাম

শৈশবের টানে ফিরেই এলাম

শৈশবের টানে ফিরেই এলাম

 

 

নিজস্ব প্রতিবেদক

স্মৃতির পাতায় এখনো স্পষ্ট ভেসে ওঠে সেই ছোট্ট গেটটা, মাঠটা—যেখানে কতবার গেছি বন্ধুদের সঙ্গে খেলা করতে। সাদা ইউনিফর্মে কাঁধে ব্যাগ ঝুলিয়ে প্রতিদিনের সেই নির্ভেজাল ছুটে চলা… যেন আজও চোখের সামনে।

সেই দিনগুলো ছিল একেকটা স্বপ্নের মতো। কখন যে পেরিয়ে গেল, টেরও পাইনি। সময় তার নিজের গতিতে এগিয়ে গেছে, আর আমরা সবাই ছড়িয়ে পড়েছি জীবনযুদ্ধে। বন্ধু-বান্ধবীদের অনেকের সাথেই বহুদিন দেখা হয়নি। তবে হঠাৎ এক অভাবনীয় সুযোগ এলো—সবার আবার একত্রিত হওয়ার।

২০২৫ সালের ২ ও ৩ এপ্রিল, স্বনামধন্য মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর—পা দিল তার গর্বের পঞ্চাশ বছরে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত পূনর্মিলনী যেন আমাদের হৃদয়ের সব অনুভূতির দরজাগুলো একে একে খুলে দিল।

বিদ্যালয়ের প্রাঙ্গণ আলোকসজ্জায় ঝলমল করছিল। বেলুন উড়িয়ে শুরু হলো অনুষ্ঠান। এক রঙের টি-শার্ট পরে আমরা যখন রেলিতে হাঁটছিলাম, তখনই মনে পড়লো সেই স্কুল জীবনের দিবসগুলো—স্বাধীনতা দিবস, বই দিবস, শহিদ দিবসের রেলিগুলোর কথা। মনে হচ্ছিল, আমরা যেন সত্যি সত্যি সময়ের সিঁড়ি বেয়ে আবার ফিরে গেছি সেই কিশোর বেলায়।

রেলি শেষে শুরু হলো একেকজনের বক্তব্য। কারও কণ্ঠে কাঁপা সুর, কারও চোখে জল, কারও মুখে প্রশান্তির হাসি—সব মিলিয়ে এক আত্মিক আবেগে ভরে উঠল আকাশ-বাতাস। কেউ বলছিল তার জীবনের সাফল্যের গল্প, কেউ বলছিল বিদ্যালয়ের অবদান। সেইসব গল্প শুনে কখনো গা শিহরে উঠলো, কখনো চোখের কোণে জমলো অশ্রু।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্তমান আর প্রাক্তন শিক্ষার্থীরা এক হয়ে গাইল, নাচল, আবৃত্তি করল। স্বনামধন্য শিল্পীরাও এসেছিলেন, তবে মঞ্চের আলো জ্বলছিল আমাদের সবার হাসিতে, আনন্দে।

ছোট থেকে বড়, কচিকাচা থেকে বৃদ্ধ—সবাই যেন এক বয়সে ফিরে গিয়েছিলাম। বন্ধুরা মিলে হাসির ফোয়ারা, কাঁধে মাথা রেখে পুরনো কথা, চায়ের কাপ হাতে একনাগাড়ে গল্প। এত বছর পর দেখা হলেও মনে হলো, আমরা কেউ কোথাও যাইনি, এই তো ছিলাম একসঙ্গেই।

শিক্ষকদের চোখে-মুখে যেন এক আধ্যাত্মিক তৃপ্তি। তাদের হাতে গড়া শিক্ষার্থীরা আজ কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি কর্মকর্তা, কেউ বিদেশে চাকরিজীবী। কেউ আবার কৃষক, দিনমজুর—তবুও প্রত্যেকে তার নিজ নিজ জায়গায় সংগ্রামী, আত্মবিশ্বাসী, স্বনির্ভর। আর শিক্ষকরা ছিলেন আমাদের পথপ্রদর্শক—মাঝে মাঝে শাসন করলেও, তাতে লুকিয়ে থাকত ভালোবাসার গভীর ছায়া।

যাঁরা আজ আর নেই, সেই প্রিয় শিক্ষকদের জন্য সবার মনে এক চাপা কষ্ট। আমরা চুপিচুপি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করলাম। যেন তাঁরা যেখানেই থাকেন, শান্তিতে থাকেন।

এই দুই দিনের অনুষ্ঠান যেন সময়কে স্থির করে দিয়েছিল। পুরোনো সেই দিনগুলোকে টেনে এনেছিল এখনকার জীবনে। মনে হচ্ছিল—আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম… আবার যদি একটা দুপুর কাটাতে পারতাম সেই ক্লাসঘরের বেঞ্চে।

মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি—এই অনুভবটা বুকের ভেতর গর্ব হয়ে বাজছে। এই সুবর্ণ জয়ন্তী শুধু একটা অনুষ্ঠান ছিল না, ছিল আমাদের শৈশবকে আবার ছুঁয়ে দেখার একটা সোনালি সুযোগ।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

রাজশাহী নগরীতে দুর্বৃত্তদের হামলায় আওয়ামী সন্ত্রাসী রবি আহত

শৈশবের টানে ফিরেই এলাম

আপডেট সময় ০১:০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

 

 

নিজস্ব প্রতিবেদক

স্মৃতির পাতায় এখনো স্পষ্ট ভেসে ওঠে সেই ছোট্ট গেটটা, মাঠটা—যেখানে কতবার গেছি বন্ধুদের সঙ্গে খেলা করতে। সাদা ইউনিফর্মে কাঁধে ব্যাগ ঝুলিয়ে প্রতিদিনের সেই নির্ভেজাল ছুটে চলা… যেন আজও চোখের সামনে।

সেই দিনগুলো ছিল একেকটা স্বপ্নের মতো। কখন যে পেরিয়ে গেল, টেরও পাইনি। সময় তার নিজের গতিতে এগিয়ে গেছে, আর আমরা সবাই ছড়িয়ে পড়েছি জীবনযুদ্ধে। বন্ধু-বান্ধবীদের অনেকের সাথেই বহুদিন দেখা হয়নি। তবে হঠাৎ এক অভাবনীয় সুযোগ এলো—সবার আবার একত্রিত হওয়ার।

২০২৫ সালের ২ ও ৩ এপ্রিল, স্বনামধন্য মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর—পা দিল তার গর্বের পঞ্চাশ বছরে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত পূনর্মিলনী যেন আমাদের হৃদয়ের সব অনুভূতির দরজাগুলো একে একে খুলে দিল।

বিদ্যালয়ের প্রাঙ্গণ আলোকসজ্জায় ঝলমল করছিল। বেলুন উড়িয়ে শুরু হলো অনুষ্ঠান। এক রঙের টি-শার্ট পরে আমরা যখন রেলিতে হাঁটছিলাম, তখনই মনে পড়লো সেই স্কুল জীবনের দিবসগুলো—স্বাধীনতা দিবস, বই দিবস, শহিদ দিবসের রেলিগুলোর কথা। মনে হচ্ছিল, আমরা যেন সত্যি সত্যি সময়ের সিঁড়ি বেয়ে আবার ফিরে গেছি সেই কিশোর বেলায়।

রেলি শেষে শুরু হলো একেকজনের বক্তব্য। কারও কণ্ঠে কাঁপা সুর, কারও চোখে জল, কারও মুখে প্রশান্তির হাসি—সব মিলিয়ে এক আত্মিক আবেগে ভরে উঠল আকাশ-বাতাস। কেউ বলছিল তার জীবনের সাফল্যের গল্প, কেউ বলছিল বিদ্যালয়ের অবদান। সেইসব গল্প শুনে কখনো গা শিহরে উঠলো, কখনো চোখের কোণে জমলো অশ্রু।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্তমান আর প্রাক্তন শিক্ষার্থীরা এক হয়ে গাইল, নাচল, আবৃত্তি করল। স্বনামধন্য শিল্পীরাও এসেছিলেন, তবে মঞ্চের আলো জ্বলছিল আমাদের সবার হাসিতে, আনন্দে।

ছোট থেকে বড়, কচিকাচা থেকে বৃদ্ধ—সবাই যেন এক বয়সে ফিরে গিয়েছিলাম। বন্ধুরা মিলে হাসির ফোয়ারা, কাঁধে মাথা রেখে পুরনো কথা, চায়ের কাপ হাতে একনাগাড়ে গল্প। এত বছর পর দেখা হলেও মনে হলো, আমরা কেউ কোথাও যাইনি, এই তো ছিলাম একসঙ্গেই।

শিক্ষকদের চোখে-মুখে যেন এক আধ্যাত্মিক তৃপ্তি। তাদের হাতে গড়া শিক্ষার্থীরা আজ কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি কর্মকর্তা, কেউ বিদেশে চাকরিজীবী। কেউ আবার কৃষক, দিনমজুর—তবুও প্রত্যেকে তার নিজ নিজ জায়গায় সংগ্রামী, আত্মবিশ্বাসী, স্বনির্ভর। আর শিক্ষকরা ছিলেন আমাদের পথপ্রদর্শক—মাঝে মাঝে শাসন করলেও, তাতে লুকিয়ে থাকত ভালোবাসার গভীর ছায়া।

যাঁরা আজ আর নেই, সেই প্রিয় শিক্ষকদের জন্য সবার মনে এক চাপা কষ্ট। আমরা চুপিচুপি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করলাম। যেন তাঁরা যেখানেই থাকেন, শান্তিতে থাকেন।

এই দুই দিনের অনুষ্ঠান যেন সময়কে স্থির করে দিয়েছিল। পুরোনো সেই দিনগুলোকে টেনে এনেছিল এখনকার জীবনে। মনে হচ্ছিল—আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম… আবার যদি একটা দুপুর কাটাতে পারতাম সেই ক্লাসঘরের বেঞ্চে।

মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি—এই অনুভবটা বুকের ভেতর গর্ব হয়ে বাজছে। এই সুবর্ণ জয়ন্তী শুধু একটা অনুষ্ঠান ছিল না, ছিল আমাদের শৈশবকে আবার ছুঁয়ে দেখার একটা সোনালি সুযোগ।