মুলাদী প্রতিনিধিঃ সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় অসামান্য অবদান রাখায় মাদার তেরেসা আ্যাওয়ার্ড ২০২৫ এ ভুসিত হলেন মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক ও বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর এনামুল হক ইনু। গত ১৯ এপ্রিল ঢাকার পল্টন টওয়ারের হলরুমে আয়োজিত মানবতার কল্যানে মাদার তেরেসা আ্যাওয়ার্ড শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা গোল্ডেন আ্যাওয়ার্ড২০২৫ অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, সুপ্রিমকোর্টে এর সাবেক বিচারপতি মীর হাসমত আলী।
আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ আহসান উল্লাহ-উপাচার্জ ও ট্রেজার ইবাইস বাইস বিশ্ব বিদ্যালয়। মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর এনামুল হক ইনুর এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি, বার কাউন্সিলের সাবেক সভাপতি, মুলাদী-বাবুগঞ্জ বিএনপির রাজনৈতিক অভিভাবক আলহাজ এ্যাড. জয়নুল আবেদিন, মুলাদী উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।