ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনিক পদে নিয়োগকে কেন্দ্র করে ইবির উপাচার্য কার্যালয়ে হট্টগোল রাঙ্গাবালীতে সংরক্ষিত বনে মহিষ চুরির অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আড়াই বছরের সন্তান রেখে মায়ের আত্মহত্যা। ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার ০১ জন আসামিকে আটক করেছে র‌্যাব। সাতকানিয়ায় গতকাল রাতে ২জন হত্যা একটি পরিকল্পিত নৃশংস হত্যাকান্ড চিকিৎসকদের সম্মানে এনডিএফ-এর ইফতার মাহফিলে ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর -ডা. শফিকুর রহমান। ধনবাড়ীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ গৌরীপুরে নকল জুস কারখানায় অভিযান, মালিককে কারা ও অর্থদণ্ড, কারখানা সীলগালা ট্রিপল মার্ডার মামলায় আরও ০১ জন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদস্য বানারীপাড়ার দুই মেধাবী সন্তান

পেকুয়া আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

পেকুয়া আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

মোঃ আজিজুল হক,পেকুয়া:-
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ২য় খেলায় পেকুয়া ফুটবল একাডেমি ও  কুতুবদিয়ার নবারুন সংঘের মুখোমুখী হয়।
সোমবার(২৪ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত খেলায় পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি ২-০ গোলে জয়ী হয়। ম্যান আব দ্যা ম্যাচ নির্বাচিত হন পেকুয়া ফুটবল একাডেমির অধিনায়ক হাসান।
 ৪.৩০মিনিটের সময় খেলা শুরু হয়। পেকুয়া স্পোর্টিং ক্লাবের আয়োজিত এ টুর্নামেন্ট  পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে   উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম সিআইপি, প্রধান মেহমান হিসেবে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল আমিন,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুজাফর, পেকুয়া উপজেলা কৃষক দলের আহবায়ক আবুসিদ্দিক রনি, সদস্য সচিব মনসুর আলম ইউনুস, রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বশর বাবু,জিয়াউল হক জিয়া, জাহাঙ্গীর আলম, অলি আহমদ রমিজ আহমদ,, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মইন উদ্দিন, ডা,জহিরুল ইসলাম, পেকুয়া সদর পূর্ব জোন আহবায় ছরওয়ার, সদস্য সচিব ইউসুফ,  রাজাখালীর আহবায়ক এসএম আমিন উল্লাহ, সদসস্য সচিব নুরুল ইসলাম।
 প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ন খেলায়  দুদলই একাধিক  সুযোগ পেয়ে গোল আদায় করতে পারেনি। পেকুয়া ফুটবল একাডেমির অধিনায়ক হাসান স্বাধীন ও বিদেশী খেলোয়াড় বুয়োটিং এর যৌথ আক্রমণ কুতুবদিয়ার  ডিফেন্স ভেদ করে গোল করতে ব্যর্থ হয়।
প্রথমার্ধের শেষ ৮ মিনিট কুতুবদিয়ার জাহাঙ্গীর, রাব্বি, ইমতিয়াজের ফরোয়ার্ডিং নিয়ন্ত্রণে থাকলেও গোল আদায় করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় পেকুয়া ফুটবল একাডেমির স্বাধীনের পাশ থেকে বিদেশী খেলোয়াড় বুয়োটিং গোল করলে ১-০ গোলে এগিয়ে যায়। ২২ মিনিটের মাথায় অধিনায়ক হাসনের চমৎকার ফিনিশিং ২ গোলে এগিয়ে যায়। দুদলের আক্রমণ পাল্টা আক্রমণ  থাকলেও কোন দল আর গোল করতে পারেনি।
কুতুবদিয়া নবারুন সংঘের পক্ষে মাঠে নামেন সেলিম গোলরক্ষক, জংশন, ইমরান, মিরাজ, টিংকুশীল,ফাহিম, সুমন, সাগর,রাব্বি, ইমতিয়াজ, জাহাঙ্গীর, মিজান,দিদার, মোর্শেদ, সেজান।
পেকুয়া ফুটবল একাডেমির হয়ে খেলেন, তুষার গোলরক্ষক,  রিমন, সেজু, সায়েম, আয়ুব,শেখ তামারা, সাব্বির, সাধীন, ডুডু, হাসান(অধিনায়ক) বুয়োটিং,  আহমদ শফি, বাহাদুর, ফোরকান,আরাফাত, আবির,মাসুদ, এলেক্স,রিফাত, সাহেদ।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনিক পদে নিয়োগকে কেন্দ্র করে ইবির উপাচার্য কার্যালয়ে হট্টগোল

পেকুয়া আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

আপডেট সময় ০৮:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আজিজুল হক,পেকুয়া:-
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ২য় খেলায় পেকুয়া ফুটবল একাডেমি ও  কুতুবদিয়ার নবারুন সংঘের মুখোমুখী হয়।
সোমবার(২৪ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত খেলায় পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি ২-০ গোলে জয়ী হয়। ম্যান আব দ্যা ম্যাচ নির্বাচিত হন পেকুয়া ফুটবল একাডেমির অধিনায়ক হাসান।
 ৪.৩০মিনিটের সময় খেলা শুরু হয়। পেকুয়া স্পোর্টিং ক্লাবের আয়োজিত এ টুর্নামেন্ট  পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে   উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম সিআইপি, প্রধান মেহমান হিসেবে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল আমিন,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুজাফর, পেকুয়া উপজেলা কৃষক দলের আহবায়ক আবুসিদ্দিক রনি, সদস্য সচিব মনসুর আলম ইউনুস, রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বশর বাবু,জিয়াউল হক জিয়া, জাহাঙ্গীর আলম, অলি আহমদ রমিজ আহমদ,, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মইন উদ্দিন, ডা,জহিরুল ইসলাম, পেকুয়া সদর পূর্ব জোন আহবায় ছরওয়ার, সদস্য সচিব ইউসুফ,  রাজাখালীর আহবায়ক এসএম আমিন উল্লাহ, সদসস্য সচিব নুরুল ইসলাম।
 প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ন খেলায়  দুদলই একাধিক  সুযোগ পেয়ে গোল আদায় করতে পারেনি। পেকুয়া ফুটবল একাডেমির অধিনায়ক হাসান স্বাধীন ও বিদেশী খেলোয়াড় বুয়োটিং এর যৌথ আক্রমণ কুতুবদিয়ার  ডিফেন্স ভেদ করে গোল করতে ব্যর্থ হয়।
প্রথমার্ধের শেষ ৮ মিনিট কুতুবদিয়ার জাহাঙ্গীর, রাব্বি, ইমতিয়াজের ফরোয়ার্ডিং নিয়ন্ত্রণে থাকলেও গোল আদায় করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় পেকুয়া ফুটবল একাডেমির স্বাধীনের পাশ থেকে বিদেশী খেলোয়াড় বুয়োটিং গোল করলে ১-০ গোলে এগিয়ে যায়। ২২ মিনিটের মাথায় অধিনায়ক হাসনের চমৎকার ফিনিশিং ২ গোলে এগিয়ে যায়। দুদলের আক্রমণ পাল্টা আক্রমণ  থাকলেও কোন দল আর গোল করতে পারেনি।
কুতুবদিয়া নবারুন সংঘের পক্ষে মাঠে নামেন সেলিম গোলরক্ষক, জংশন, ইমরান, মিরাজ, টিংকুশীল,ফাহিম, সুমন, সাগর,রাব্বি, ইমতিয়াজ, জাহাঙ্গীর, মিজান,দিদার, মোর্শেদ, সেজান।
পেকুয়া ফুটবল একাডেমির হয়ে খেলেন, তুষার গোলরক্ষক,  রিমন, সেজু, সায়েম, আয়ুব,শেখ তামারা, সাব্বির, সাধীন, ডুডু, হাসান(অধিনায়ক) বুয়োটিং,  আহমদ শফি, বাহাদুর, ফোরকান,আরাফাত, আবির,মাসুদ, এলেক্স,রিফাত, সাহেদ।