মোঃ শাহিন ইসলাম নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলা নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামে লিপা আক্তার (২০) তার একটি ছেলে সন্তান আছে যার বয়স আড়াই বছর। পিতার নাম লিটন আলী উপজেলা ঝিনাইগাতী ইউনিয়ন কাংশা গ্রাম বাকাকুড়া।
নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবী গ্রামে লিপা আক্তারের বিবাহ হয়। মো:আকরাম হোসেনের (ছিক্কু) বড় ছেলে সোহেল মিয়ার সাথে। গ্রামবাসী বাসী জানান লিপা আক্তারের স্বামী ও তার শাশুড়ী মিলে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো।
এলাকা বাসীর কথা মতে লিপা আক্তার আনুমানিক দুপুর ১২ টার দিকে নিজ ঘরে উড়নার সাথে ঝুলন্ত অবস্থায় তার স্বামী ও শাশুড়ী দেখেন এবং ঝুলন্ত অবস্থা থেকে তারা দু’জনেই তাকে মাটিতে নামিয়ে আনেন৷
এ ব্যপারে নালিতাবাড়ী থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, আমরা বিষয়টা গভীর ভাবে বিশ্লেষণ করছি। লাশটির ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে।