ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনিক পদে নিয়োগকে কেন্দ্র করে ইবির উপাচার্য কার্যালয়ে হট্টগোল রাঙ্গাবালীতে সংরক্ষিত বনে মহিষ চুরির অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আড়াই বছরের সন্তান রেখে মায়ের আত্মহত্যা। ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার ০১ জন আসামিকে আটক করেছে র‌্যাব। সাতকানিয়ায় গতকাল রাতে ২জন হত্যা একটি পরিকল্পিত নৃশংস হত্যাকান্ড চিকিৎসকদের সম্মানে এনডিএফ-এর ইফতার মাহফিলে ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর -ডা. শফিকুর রহমান। ধনবাড়ীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ গৌরীপুরে নকল জুস কারখানায় অভিযান, মালিককে কারা ও অর্থদণ্ড, কারখানা সীলগালা ট্রিপল মার্ডার মামলায় আরও ০১ জন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদস্য বানারীপাড়ার দুই মেধাবী সন্তান

বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে পানি নেই, শুধু চিক চিক করছে বালু।

বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে পানি নেই, শুধু চিক চিক করছে বালু।

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
শীতকাল বিদায়ের পর  বসন্ত আগমনী। রংপুরের বদরগঞ্জে নদ নদীগুলোতে পানি শূন্য থাকায় শুধু বালু চিক চিক করছে।  কোথাও হাটু পানি, কোথাও ধু-ধু বালু চর, আবার কোথাও বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার। এ চিত্র রংপুর বদরগঞ্জের বুক চিরে বয়ে চলা এক সময়ের প্রমত্তা যমুনেশ্বরি নদীর। যমুনেশ্বরি নদী এখন পানি শুন্য।
পুরোপুরি শুস্ক মৌসুম না আসতেই নদীতে কোন পানি নেই। জেগে ওঠেছে চর। এককালে এ নদী অনেক খরস্রোতা ছিল। কিন্তু কালের আবর্তে তা বিলিন হতে চলেছে। শুকিয়ে যাওয়া নদীতে চাষিরা ফসল আবাদ করছেন। নদীর পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাড়ের অসংখ্য মানুষের দূর্ভোগ বেড়েছে। বিশেষ করে জেলে পরিবারের দুঃখ দূর্দশা চরমে পৌঁছেছে। যমুনেশ্বরি নদীর পানি প্রবাহ ঠিক রাখার জন্য ড্রেজিং না করার কারণে নদী যেমন তার গতিপথ পরিবর্তন করেছে অন্যদিকে নদী তার নাব্যতা হারিয়েছে।
এক সময়ে এই যমুনেশ্বরি নদীতে বড় বড় নৌকা আর ইঞ্জিনচালিত নৌকা পারাপারের জন্য প্রচলন ছিল। এখন তা সূদুর অতীত। কোথাও কোথাও পানি না থাকায় লোকজন পায়ে হেঁটেই পার হচ্ছে আবার কোথাও হাঁটু পানিতেই লোকজন পারাপার করছে। যেখানে কিছুটা পানি আছে সেখানে বাশেঁর সাঁকো নির্মাণ করে চলছে পারাপারের কাজ। যমুনেশ্বরি নদীর তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার পানির সংকট। নদীর তীরবর্তী এলাকাগুলোতে পুরোপুরি শুস্ক মৌসুম আসার আগেই টিউবওয়েলের পানি ওঠা কমে গেছে।
দামোদরপুর ইউনিয়ন চম্পাতলী এলাকায় তছির উদ্দিন নামে এক কৃষক বলেন, আমাদের পাশের নদীর নাম চিকলী। নদীতে পানি না থাকায় আমাদের চাষাবাদ ব্যাহত হচ্ছে।গ্রামের ছেলেরা  ছেলেরা নদীতে পানি না থাকায় আনন্দ হৈ চৈ করতে পারছে না।
মধুপুর ইউনিয়ন নাওপাড়া গ্রামে মনা ইসলাম বলেন,আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছে যমুনা নদী।নদীতে পানি না থাকায় বালু খেকোদের জন্য ভালো হয়েছে। তারা  দিনে রাতে বালুতুলে বিক্রি করছেন।প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।
নদীর তীরবর্তী এলাকার লোহানী পাড়া ইউনিয়নের মাধাই খামার গ্রামের বাসিন্দা আনারুল মিয়া জানান; নদীতে পানি না থাকায় আমাদের খাবার পানির সংকট দেখা দিয়েছে। ফসলের ক্ষেত খামারে পানির স্বল্পতা দেখা দেয়ায় আবাদ ঠিকমতো হচ্ছে না।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জানান; যমুনেশ্বরি নদীর পানি শুকিয়ে যাবার কারণে পরিবেশ ও জীববৈচিত্রে বিরুপ প্রভাব পড়েছে। আগামিতে পরিস্থিতি আরও ভয়াবহ রুপ ধারণ করবে বলে মনে করেন তিনি। এক সমীক্ষায় দেখা যায়, শুস্ক মৌসুমে যমুনেশ্বরি নদীর উৎস মুখে পলি পড়তে শুরু করে। কিন্তু খনন কাজ না করা সহ অব্যবস্থাপনার কারণে দিনদিন শুকিয়ে যাচ্ছে নদী। এই সুযোগ অবৈধ দখলদাররা নদী দখলের মহৎসবে মেতে উঠেছে। গত( ১৩ই -ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বদরগঞ্জ উপজেলা সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা(উদ্ভিদ সংরক্ষণ) কণক চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি জানান, নদী খনন না করার কারণে নদীতে পলি জমে নদী শুকিয়ে যাচ্ছে।
কৃষকরা ভূ-গর্ভস্থ পানি অতিরিক্ত ব্যবহারে পানির স্তর নিম্নমূখি হচ্ছে। এমতবস্থায় নদী তীরবর্তী ইরি বোরো আবাদ হুমকির সম্মুখীন হচ্ছে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনিক পদে নিয়োগকে কেন্দ্র করে ইবির উপাচার্য কার্যালয়ে হট্টগোল

বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে পানি নেই, শুধু চিক চিক করছে বালু।

আপডেট সময় ০৪:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
শীতকাল বিদায়ের পর  বসন্ত আগমনী। রংপুরের বদরগঞ্জে নদ নদীগুলোতে পানি শূন্য থাকায় শুধু বালু চিক চিক করছে।  কোথাও হাটু পানি, কোথাও ধু-ধু বালু চর, আবার কোথাও বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার। এ চিত্র রংপুর বদরগঞ্জের বুক চিরে বয়ে চলা এক সময়ের প্রমত্তা যমুনেশ্বরি নদীর। যমুনেশ্বরি নদী এখন পানি শুন্য।
পুরোপুরি শুস্ক মৌসুম না আসতেই নদীতে কোন পানি নেই। জেগে ওঠেছে চর। এককালে এ নদী অনেক খরস্রোতা ছিল। কিন্তু কালের আবর্তে তা বিলিন হতে চলেছে। শুকিয়ে যাওয়া নদীতে চাষিরা ফসল আবাদ করছেন। নদীর পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাড়ের অসংখ্য মানুষের দূর্ভোগ বেড়েছে। বিশেষ করে জেলে পরিবারের দুঃখ দূর্দশা চরমে পৌঁছেছে। যমুনেশ্বরি নদীর পানি প্রবাহ ঠিক রাখার জন্য ড্রেজিং না করার কারণে নদী যেমন তার গতিপথ পরিবর্তন করেছে অন্যদিকে নদী তার নাব্যতা হারিয়েছে।
এক সময়ে এই যমুনেশ্বরি নদীতে বড় বড় নৌকা আর ইঞ্জিনচালিত নৌকা পারাপারের জন্য প্রচলন ছিল। এখন তা সূদুর অতীত। কোথাও কোথাও পানি না থাকায় লোকজন পায়ে হেঁটেই পার হচ্ছে আবার কোথাও হাঁটু পানিতেই লোকজন পারাপার করছে। যেখানে কিছুটা পানি আছে সেখানে বাশেঁর সাঁকো নির্মাণ করে চলছে পারাপারের কাজ। যমুনেশ্বরি নদীর তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার পানির সংকট। নদীর তীরবর্তী এলাকাগুলোতে পুরোপুরি শুস্ক মৌসুম আসার আগেই টিউবওয়েলের পানি ওঠা কমে গেছে।
দামোদরপুর ইউনিয়ন চম্পাতলী এলাকায় তছির উদ্দিন নামে এক কৃষক বলেন, আমাদের পাশের নদীর নাম চিকলী। নদীতে পানি না থাকায় আমাদের চাষাবাদ ব্যাহত হচ্ছে।গ্রামের ছেলেরা  ছেলেরা নদীতে পানি না থাকায় আনন্দ হৈ চৈ করতে পারছে না।
মধুপুর ইউনিয়ন নাওপাড়া গ্রামে মনা ইসলাম বলেন,আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছে যমুনা নদী।নদীতে পানি না থাকায় বালু খেকোদের জন্য ভালো হয়েছে। তারা  দিনে রাতে বালুতুলে বিক্রি করছেন।প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।
নদীর তীরবর্তী এলাকার লোহানী পাড়া ইউনিয়নের মাধাই খামার গ্রামের বাসিন্দা আনারুল মিয়া জানান; নদীতে পানি না থাকায় আমাদের খাবার পানির সংকট দেখা দিয়েছে। ফসলের ক্ষেত খামারে পানির স্বল্পতা দেখা দেয়ায় আবাদ ঠিকমতো হচ্ছে না।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জানান; যমুনেশ্বরি নদীর পানি শুকিয়ে যাবার কারণে পরিবেশ ও জীববৈচিত্রে বিরুপ প্রভাব পড়েছে। আগামিতে পরিস্থিতি আরও ভয়াবহ রুপ ধারণ করবে বলে মনে করেন তিনি। এক সমীক্ষায় দেখা যায়, শুস্ক মৌসুমে যমুনেশ্বরি নদীর উৎস মুখে পলি পড়তে শুরু করে। কিন্তু খনন কাজ না করা সহ অব্যবস্থাপনার কারণে দিনদিন শুকিয়ে যাচ্ছে নদী। এই সুযোগ অবৈধ দখলদাররা নদী দখলের মহৎসবে মেতে উঠেছে। গত( ১৩ই -ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বদরগঞ্জ উপজেলা সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা(উদ্ভিদ সংরক্ষণ) কণক চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি জানান, নদী খনন না করার কারণে নদীতে পলি জমে নদী শুকিয়ে যাচ্ছে।
কৃষকরা ভূ-গর্ভস্থ পানি অতিরিক্ত ব্যবহারে পানির স্তর নিম্নমূখি হচ্ছে। এমতবস্থায় নদী তীরবর্তী ইরি বোরো আবাদ হুমকির সম্মুখীন হচ্ছে।