মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জ- সিরাজগঞ্জে হাজারো মানুষের অংশগ্রহণে জুলাই পুনর্জাগরণের প্রতীকী ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাতটায় সিরাজগঞ্জের যমুনা নদীপাড়ে পানি উন্নয়ন বোর্ডের ক্রসবাঁধ ৩ নং চায়না বাঁধে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনের জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠানমালার অংশ প্রতীকী ম্যারাথন।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর প্রতীকী ম্যারাথন উপকমিটির আহবায়ক সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের পরিচালনায় প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য বাখেন, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ। তিন কিলোমিটার দীর্ঘ জুলাই পুনর্জাগরণ প্রতীকী ম্যারাথনে বৈষম্য বিরোধী গণআন্দোলন গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের শহীদ পরিবারের সদস্য, আহত ও আহত পরিবারের সদস্যরা, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জুলাই আগষ্ট আন্দোলনের ছাত্র সমন্বয়ক, গণমাধ্যমেকর্মী, উন্নয়নকর্মী, মানবাধিকার কর্মী, খেলোয়াড়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন।