ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেল পলাতক আসামী আমিনুলকে গ্রেফতার করেছে র‌্যাব-০৪ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল। ব্রাহ্মণপাড়ায় আর কে ক্যাবলস এর সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় বিজিবি কর্তৃক ২ কোটি ৬৩ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বিষপানে এক যুবকের আত্মহত্যা ভোলায় গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অপপ্রচা‌রের প্রতিবা‌দে যা বল‌লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি‌নি‌ধি রাতুল সবুজ গাছে উঁকি দিচ্ছে সোনালি শীষ, রঙিন স্বপ্নে বিভোর কৃষক। হত্যার পলাতক আসামীকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাব। দীর্ঘ তিন বছর পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে মরিচনুনিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী টিটুকে চেয়ারম্যান ঘোষণা

মধ্যপাড়া খনি আবাসিক গেট হতে বদরগনজ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ ২ কিঃমিঃ রাস্তা সংস্কার প্রয়োজন

মধ্যপাড়া খনি আবাসিক গেট হতে বদরগনজ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ ২ কিঃমিঃ রাস্তা সংস্কার প্রয়োজন

খন্দকার সুদীপ্ত রহমান:
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের রংপুর – ফুলবাড়ি মহাসড়কের পার্শ্বরাস্তা মধ্যপাড়া হতে বদরগনজের দুরত্ব ১৩ কিলোমিটার। মধ্যপাড়া পলিপাড়া খনিগেট থেকে শাহাগনজ সুপরির ঘাটব্রীজ পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা চরম অচলাবস্থা ও খানা খান্দে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। উন্নয়নের জোয়ারে তলিয়ে গেছে রাস্তা। খনির মোড় পলিপাড়া থেকে বদরগনজ মুখি জনগুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা নিরসনে সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাঝে মধ্যে অস্থায়ী ভাবে গর্ত খুঁড়ে পাথরের টুকরো ও পিচ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় দিতে তৎপর হয় তবে সল্প সময়ে আবারো নষ্ট হয়ে যায়।
উন্নয়নের মহাসড়কে যুক্ত এলাকায় এমন রাস্তা যে থাকতে পারে বাস্তব অবস্থা না দেখলে বলা মুসকিল। বদরগনজ হতে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প এলাকা অভিমুখী যাত্রী দের অভিযোগ শাহগনজ সুপরির ঘাট ব্রীজ হতে মাত্র ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় ভ্যান, অটোরিকশা মোটরসাইকেল বাইসাইকেল টেম্পু চলাচল অনুপযোগী এবং ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সুপরীর ঘাট ব্রীজ থেকে বদরগনজ পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা রংপুর জেলার নির্বাচনী এলাকার সদ্য ক্ষমতা হারানো সাংসদ আহসানুল চৌধুরী ডিউ এর আওতাধিন হওয়ায় প্রতিবছরই মেরামতের উপর মেরামত হয়।
অবশিষ্ট ২ কিলোমিটার রাস্তা দিনাজপুর জেলার ৫ আসনের ৮ বারের সাংসদ এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমানের নির্বাচনী এলাকায় হওয়ায় খানাখন্দ অবস্থায় আছে। দুই জেলার দুই সাংসদ সদস্যর একই রাস্তায় এলাকা ভিত্তিক সম উন্নয়ন না হওয়ায় জন মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে খাগড়াবন্দ এলাকায় বসবাস কারি সিনিয়র প্রধান শিক্ষক ও সমাজ সচেতন ব্যক্তিত্ব খন্দকার হাবিবুর রহমান হাবিব বলেন, আগে উন্নয়ন পরে গনতন্ত্র নীতিতে বিশ্বাসী শ্লোগানের দেশে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। বিড়ম্বনার শিকার এলাকা বাসীর স্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার পূর্বক চলাচল উপযোগী করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেল পলাতক আসামী আমিনুলকে গ্রেফতার করেছে র‌্যাব-০৪ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল।

মধ্যপাড়া খনি আবাসিক গেট হতে বদরগনজ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ ২ কিঃমিঃ রাস্তা সংস্কার প্রয়োজন

আপডেট সময় ০৯:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
খন্দকার সুদীপ্ত রহমান:
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের রংপুর – ফুলবাড়ি মহাসড়কের পার্শ্বরাস্তা মধ্যপাড়া হতে বদরগনজের দুরত্ব ১৩ কিলোমিটার। মধ্যপাড়া পলিপাড়া খনিগেট থেকে শাহাগনজ সুপরির ঘাটব্রীজ পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা চরম অচলাবস্থা ও খানা খান্দে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। উন্নয়নের জোয়ারে তলিয়ে গেছে রাস্তা। খনির মোড় পলিপাড়া থেকে বদরগনজ মুখি জনগুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা নিরসনে সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাঝে মধ্যে অস্থায়ী ভাবে গর্ত খুঁড়ে পাথরের টুকরো ও পিচ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় দিতে তৎপর হয় তবে সল্প সময়ে আবারো নষ্ট হয়ে যায়।
উন্নয়নের মহাসড়কে যুক্ত এলাকায় এমন রাস্তা যে থাকতে পারে বাস্তব অবস্থা না দেখলে বলা মুসকিল। বদরগনজ হতে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প এলাকা অভিমুখী যাত্রী দের অভিযোগ শাহগনজ সুপরির ঘাট ব্রীজ হতে মাত্র ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় ভ্যান, অটোরিকশা মোটরসাইকেল বাইসাইকেল টেম্পু চলাচল অনুপযোগী এবং ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সুপরীর ঘাট ব্রীজ থেকে বদরগনজ পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা রংপুর জেলার নির্বাচনী এলাকার সদ্য ক্ষমতা হারানো সাংসদ আহসানুল চৌধুরী ডিউ এর আওতাধিন হওয়ায় প্রতিবছরই মেরামতের উপর মেরামত হয়।
অবশিষ্ট ২ কিলোমিটার রাস্তা দিনাজপুর জেলার ৫ আসনের ৮ বারের সাংসদ এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমানের নির্বাচনী এলাকায় হওয়ায় খানাখন্দ অবস্থায় আছে। দুই জেলার দুই সাংসদ সদস্যর একই রাস্তায় এলাকা ভিত্তিক সম উন্নয়ন না হওয়ায় জন মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে খাগড়াবন্দ এলাকায় বসবাস কারি সিনিয়র প্রধান শিক্ষক ও সমাজ সচেতন ব্যক্তিত্ব খন্দকার হাবিবুর রহমান হাবিব বলেন, আগে উন্নয়ন পরে গনতন্ত্র নীতিতে বিশ্বাসী শ্লোগানের দেশে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। বিড়ম্বনার শিকার এলাকা বাসীর স্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার পূর্বক চলাচল উপযোগী করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।