ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, ৩২ নম্বরের পরিণত হবে গোপালগঞ্জ বোয়ালখালীতে সড়কে যানজট, যাত্রী হয়রানী রোধে কঠোর প্রশাসন কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজে জুলাই শহীদ দিবস পালিত এমন কোনো মানুষ নেই যে এসডিজি লক্ষ্যমাত্রার বাইরে- বিভাগীয় কমিশনার নাইক্ষ্যংছড়িতে বাংলা মদ ও সিএনজিসহ মাদক চোরাকারবারী আটক উল্লাপাড়ায় ঘোনা কুচিয়ামারা কলেজ অধ্যক্ষের পদ নিয়ে মারপিটের অভিযোগ কুবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ছাত্রশিবির, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুথান শীর্ষক সেমিনার : প্রতাশা ও প্রাপ্তির ১ বছর প্রোগ্রাম অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে দোয়া মাহফিল গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল 

২৪ ঘন্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে সারা বাংলাদেশের ছাত্র-জনতা গোপালগঞ্জের অভিমুখে মার্চ করতে বাধ্য হবে- ডক্টর হেলাল উদ্দিন

২৪ ঘন্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে সারা বাংলাদেশের ছাত্র-জনতা গোপালগঞ্জের অভিমুখে মার্চ করতে বাধ্য হবে- ডক্টর হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক​

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা প্রস্তুত থেকে আমাদের জুলাই যোদ্ধাদের রক্তাক্ত করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ঘোষণা করেন, ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে সারা বাংলাদেশের ছাত্র-জনতা গোপালগঞ্জের অভিমুখে মার্চ করতে বাধ্য হবে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় থেকে বিজয়নগর হয়ে নাইটেঙ্গেল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের ফ্যাসিবাদের শেষ চিহ্ন। যেখানে গর্তের মধ্যে লুকিয়ে থেকে জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয় যোদ্ধাদের উপরে নিকৃষ্ট ও ন্যাক্কারজনক হামলা পরিচালনা করেছে। অতিসত্বর ফ্যাসিবাদের বাকি এ দোসরদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

অন্যথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং বাকি দোসরদের গ্রেফতারে প্রশাসনকে আমরা বাধ্য করবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী বারবার বলে এসেছে বিচার ও সংস্কার নিশ্চিত না করলে ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করা যাবে না।


সে কথাই প্রমাণিত হয়েছে। 
গোপালগঞ্জের হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি, বাংলাদেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। বাংলাদেশে আওয়ামী লীগের শেষ চিহ্ন অবশিষ্ট থাকলে এদেশের মানুষকে তারা শান্তিতে বসবাস করতে দেবে না।

যে ছাত্র জনতা জুলাই আগস্ট অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের দল এনসিপির পদযাত্রা কর্মসূচি প্রশাসনের সাথে আলোচনা করেই হয়েছে। তাহলে প্রশাসন কেন ব্যর্থ হলো এমন প্রশ্ন রেখে তিনি অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে বলেন।

প্রতিবাদ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংরাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন, ড. আব্দুল মান্নান ও মো. শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা মোশাররফ হোসেন, আমিনুর রহমান, শাহীন আহমেদ খান, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন সহ মহানগরী ও বিভিন্ন থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, ৩২ নম্বরের পরিণত হবে গোপালগঞ্জ

২৪ ঘন্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে সারা বাংলাদেশের ছাত্র-জনতা গোপালগঞ্জের অভিমুখে মার্চ করতে বাধ্য হবে- ডক্টর হেলাল উদ্দিন

আপডেট সময় ০৯:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক​

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা প্রস্তুত থেকে আমাদের জুলাই যোদ্ধাদের রক্তাক্ত করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ঘোষণা করেন, ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে সারা বাংলাদেশের ছাত্র-জনতা গোপালগঞ্জের অভিমুখে মার্চ করতে বাধ্য হবে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় থেকে বিজয়নগর হয়ে নাইটেঙ্গেল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের ফ্যাসিবাদের শেষ চিহ্ন। যেখানে গর্তের মধ্যে লুকিয়ে থেকে জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয় যোদ্ধাদের উপরে নিকৃষ্ট ও ন্যাক্কারজনক হামলা পরিচালনা করেছে। অতিসত্বর ফ্যাসিবাদের বাকি এ দোসরদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

অন্যথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং বাকি দোসরদের গ্রেফতারে প্রশাসনকে আমরা বাধ্য করবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী বারবার বলে এসেছে বিচার ও সংস্কার নিশ্চিত না করলে ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করা যাবে না।


সে কথাই প্রমাণিত হয়েছে। 
গোপালগঞ্জের হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি, বাংলাদেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। বাংলাদেশে আওয়ামী লীগের শেষ চিহ্ন অবশিষ্ট থাকলে এদেশের মানুষকে তারা শান্তিতে বসবাস করতে দেবে না।

যে ছাত্র জনতা জুলাই আগস্ট অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের দল এনসিপির পদযাত্রা কর্মসূচি প্রশাসনের সাথে আলোচনা করেই হয়েছে। তাহলে প্রশাসন কেন ব্যর্থ হলো এমন প্রশ্ন রেখে তিনি অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে বলেন।

প্রতিবাদ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংরাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন, ড. আব্দুল মান্নান ও মো. শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা মোশাররফ হোসেন, আমিনুর রহমান, শাহীন আহমেদ খান, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন সহ মহানগরী ও বিভিন্ন থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ।