ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির সভায় হট্টগোল    বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিশেনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ  জগন্নাথপুরে আদালতের নির্দেশে ৫০ বছর পর ভুমি ফিরে পেলেন এক প্রবাসী পরিবার। সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য সালাউদ্দিনসহ তার ০২ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন হিজলায় সুশীল সমাজ ও মৎস্যজীবীদের নিয়ে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বানারীপাড়ায় কোডেকের উদ্যোগে স্কুল পর্যায়ে চক্ষু স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত কালীগঞ্জে পরিবেশ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কারাদণ্ড কটিয়াদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইল- সহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের চোর  শহিদ 

কালীগঞ্জে শীতলক্ষা তীরে বেআইনি ইট-বালু ব্যবসার দৌরাত্ম্য!

কালীগঞ্জে শীতলক্ষা তীরে বেআইনি ইট-বালু ব্যবসার দৌরাত্ম্য!

 


তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় শীতলক্ষা নদীর তীরে বেআইনিভাবে জমে উঠেছে ইট, বালু ও খোয়ার রমরমা ব্যবসা। নদীর সীমানা চিহ্নিত করে পিলার স্থাপন করা হলেও সেগুলোর কোনো তোয়াক্কা না করেই চলছে এই দখল ও বাণিজ্য। শুধু নদীর পাড়ই নয়, কালীগঞ্জ পৌর এলাকার একমাত্র সরকারি ইজারাভুক্ত গরুর হাটের বিশাল একটি অংশও দখলে নিয়ে ব্যবসা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল।

 

স্থানীয়দের অভিযোগ, হাটের খালি জায়গা জুড়ে রাখা হচ্ছে ট্রাক ও লড়ি ভর্তি ইট-বালু। এতে সংকুচিত হয়ে পড়েছে হাটের কার্যক্রম, ব্যাহত হচ্ছে পশু বেচাকেনা, এমনকি বাচ্চাদের খেলার উপযুক্ত একমাত্র উন্মুক্ত স্থানটিও হারিয়ে যাচ্ছে। ইট-বালুর স্তুপ, ধুলাবালি এবং ভারী যান চলাচলে এলাকাবাসীর দুর্ভোগ চরমে উঠেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ব্যবসায়ীদের পেছনে রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর ছত্রছায়া রয়েছে। ফলে প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় দখলদাররা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে।

 

স্থানীয়দের দাবি, অবিলম্বে এই অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করে জায়গাটি শিশুদের জন্য উন্মুক্ত খেলার মাঠ হিসেবে পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি গরুর হাটকে প্রয়োজনীয় পরিসরে সম্প্রাসারণ করে পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবিও জানিয়ছেন তাঁরা।

 

এ বিষয়ে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ নূর হোসেন বলেন, “নদী দখলের বিষয়ে আমরা নিয়মিত মনিটরিং করছি। যারা নদীর সীমানা লঙ্ঘন করে বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ বলেন, “অবৈধভাবে দখল ও ব্যবসার বিষয়টি আমাদের নজরে এসেছে। অতিসত্ত¡র অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

 

উল্লেখ্য, শীতলক্ষা নদী ও গরুর হাট কালীগঞ্জের ঐতিহ্যবাহী দুটি অংশ। অবৈধ দখলদারদের হাত থেকে এসব স্থানের পরিবেশ ও ব্যবহারযোগ্যতা রক্ষায় জরুরি পদক্ষেপ না নিলে তা ভবিষ্যতে আরো জটিল আকার ধারণ করতে পারে।

 

 

 

 

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির সভায় হট্টগোল   

কালীগঞ্জে শীতলক্ষা তীরে বেআইনি ইট-বালু ব্যবসার দৌরাত্ম্য!

আপডেট সময় ০৬:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 


তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় শীতলক্ষা নদীর তীরে বেআইনিভাবে জমে উঠেছে ইট, বালু ও খোয়ার রমরমা ব্যবসা। নদীর সীমানা চিহ্নিত করে পিলার স্থাপন করা হলেও সেগুলোর কোনো তোয়াক্কা না করেই চলছে এই দখল ও বাণিজ্য। শুধু নদীর পাড়ই নয়, কালীগঞ্জ পৌর এলাকার একমাত্র সরকারি ইজারাভুক্ত গরুর হাটের বিশাল একটি অংশও দখলে নিয়ে ব্যবসা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল।

 

স্থানীয়দের অভিযোগ, হাটের খালি জায়গা জুড়ে রাখা হচ্ছে ট্রাক ও লড়ি ভর্তি ইট-বালু। এতে সংকুচিত হয়ে পড়েছে হাটের কার্যক্রম, ব্যাহত হচ্ছে পশু বেচাকেনা, এমনকি বাচ্চাদের খেলার উপযুক্ত একমাত্র উন্মুক্ত স্থানটিও হারিয়ে যাচ্ছে। ইট-বালুর স্তুপ, ধুলাবালি এবং ভারী যান চলাচলে এলাকাবাসীর দুর্ভোগ চরমে উঠেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ব্যবসায়ীদের পেছনে রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর ছত্রছায়া রয়েছে। ফলে প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় দখলদাররা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে।

 

স্থানীয়দের দাবি, অবিলম্বে এই অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করে জায়গাটি শিশুদের জন্য উন্মুক্ত খেলার মাঠ হিসেবে পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি গরুর হাটকে প্রয়োজনীয় পরিসরে সম্প্রাসারণ করে পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবিও জানিয়ছেন তাঁরা।

 

এ বিষয়ে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ নূর হোসেন বলেন, “নদী দখলের বিষয়ে আমরা নিয়মিত মনিটরিং করছি। যারা নদীর সীমানা লঙ্ঘন করে বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ বলেন, “অবৈধভাবে দখল ও ব্যবসার বিষয়টি আমাদের নজরে এসেছে। অতিসত্ত¡র অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

 

উল্লেখ্য, শীতলক্ষা নদী ও গরুর হাট কালীগঞ্জের ঐতিহ্যবাহী দুটি অংশ। অবৈধ দখলদারদের হাত থেকে এসব স্থানের পরিবেশ ও ব্যবহারযোগ্যতা রক্ষায় জরুরি পদক্ষেপ না নিলে তা ভবিষ্যতে আরো জটিল আকার ধারণ করতে পারে।