ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬০ বিজিবি সুলতান পুর বিজিবির বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৯৭ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল সহ একজনকে আটক করে নাইক্ষ্যংছড়িতে চাক নৃ-গোষ্ঠীর পানি খেলা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন রাজশাহীতে বাবার লাশ মর্গে রেখে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে হাজির মেয়ে আলফি   আইইবি ময়মনসিংহ কেন্দ্রের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির সন্ধান চায় পুলিশ পুঠিয়ায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেফতার মাদক কারবারী ওবাইদুল বেনাপোল ও চৌগাছা সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে ছয় লক্ষ সাত চল্লিশ হাজার ৯৩০ টাকার ভারতীয় মালামাল আটক রায়গঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত কাউখালীতে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত  রায়গঞ্জে দিন দিন কদর বাড়ছে কাঠের তৈরি ফার্নিচারের

মধ্যপাড়া খনি আবাসিক গেট হতে বদরগনজ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ ২ কিঃমিঃ রাস্তা সংস্কার প্রয়োজন

মধ্যপাড়া খনি আবাসিক গেট হতে বদরগনজ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ ২ কিঃমিঃ রাস্তা সংস্কার প্রয়োজন

খন্দকার সুদীপ্ত রহমান:
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের রংপুর – ফুলবাড়ি মহাসড়কের পার্শ্বরাস্তা মধ্যপাড়া হতে বদরগনজের দুরত্ব ১৩ কিলোমিটার। মধ্যপাড়া পলিপাড়া খনিগেট থেকে শাহাগনজ সুপরির ঘাটব্রীজ পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা চরম অচলাবস্থা ও খানা খান্দে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। উন্নয়নের জোয়ারে তলিয়ে গেছে রাস্তা। খনির মোড় পলিপাড়া থেকে বদরগনজ মুখি জনগুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা নিরসনে সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাঝে মধ্যে অস্থায়ী ভাবে গর্ত খুঁড়ে পাথরের টুকরো ও পিচ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় দিতে তৎপর হয় তবে সল্প সময়ে আবারো নষ্ট হয়ে যায়।
উন্নয়নের মহাসড়কে যুক্ত এলাকায় এমন রাস্তা যে থাকতে পারে বাস্তব অবস্থা না দেখলে বলা মুসকিল। বদরগনজ হতে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প এলাকা অভিমুখী যাত্রী দের অভিযোগ শাহগনজ সুপরির ঘাট ব্রীজ হতে মাত্র ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় ভ্যান, অটোরিকশা মোটরসাইকেল বাইসাইকেল টেম্পু চলাচল অনুপযোগী এবং ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সুপরীর ঘাট ব্রীজ থেকে বদরগনজ পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা রংপুর জেলার নির্বাচনী এলাকার সদ্য ক্ষমতা হারানো সাংসদ আহসানুল চৌধুরী ডিউ এর আওতাধিন হওয়ায় প্রতিবছরই মেরামতের উপর মেরামত হয়।
অবশিষ্ট ২ কিলোমিটার রাস্তা দিনাজপুর জেলার ৫ আসনের ৮ বারের সাংসদ এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমানের নির্বাচনী এলাকায় হওয়ায় খানাখন্দ অবস্থায় আছে। দুই জেলার দুই সাংসদ সদস্যর একই রাস্তায় এলাকা ভিত্তিক সম উন্নয়ন না হওয়ায় জন মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে খাগড়াবন্দ এলাকায় বসবাস কারি সিনিয়র প্রধান শিক্ষক ও সমাজ সচেতন ব্যক্তিত্ব খন্দকার হাবিবুর রহমান হাবিব বলেন, আগে উন্নয়ন পরে গনতন্ত্র নীতিতে বিশ্বাসী শ্লোগানের দেশে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। বিড়ম্বনার শিকার এলাকা বাসীর স্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার পূর্বক চলাচল উপযোগী করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬০ বিজিবি সুলতান পুর বিজিবির বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৯৭ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল সহ একজনকে আটক করে

মধ্যপাড়া খনি আবাসিক গেট হতে বদরগনজ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ ২ কিঃমিঃ রাস্তা সংস্কার প্রয়োজন

আপডেট সময় ০৯:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
খন্দকার সুদীপ্ত রহমান:
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের রংপুর – ফুলবাড়ি মহাসড়কের পার্শ্বরাস্তা মধ্যপাড়া হতে বদরগনজের দুরত্ব ১৩ কিলোমিটার। মধ্যপাড়া পলিপাড়া খনিগেট থেকে শাহাগনজ সুপরির ঘাটব্রীজ পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা চরম অচলাবস্থা ও খানা খান্দে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। উন্নয়নের জোয়ারে তলিয়ে গেছে রাস্তা। খনির মোড় পলিপাড়া থেকে বদরগনজ মুখি জনগুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা নিরসনে সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাঝে মধ্যে অস্থায়ী ভাবে গর্ত খুঁড়ে পাথরের টুকরো ও পিচ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় দিতে তৎপর হয় তবে সল্প সময়ে আবারো নষ্ট হয়ে যায়।
উন্নয়নের মহাসড়কে যুক্ত এলাকায় এমন রাস্তা যে থাকতে পারে বাস্তব অবস্থা না দেখলে বলা মুসকিল। বদরগনজ হতে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প এলাকা অভিমুখী যাত্রী দের অভিযোগ শাহগনজ সুপরির ঘাট ব্রীজ হতে মাত্র ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় ভ্যান, অটোরিকশা মোটরসাইকেল বাইসাইকেল টেম্পু চলাচল অনুপযোগী এবং ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সুপরীর ঘাট ব্রীজ থেকে বদরগনজ পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা রংপুর জেলার নির্বাচনী এলাকার সদ্য ক্ষমতা হারানো সাংসদ আহসানুল চৌধুরী ডিউ এর আওতাধিন হওয়ায় প্রতিবছরই মেরামতের উপর মেরামত হয়।
অবশিষ্ট ২ কিলোমিটার রাস্তা দিনাজপুর জেলার ৫ আসনের ৮ বারের সাংসদ এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমানের নির্বাচনী এলাকায় হওয়ায় খানাখন্দ অবস্থায় আছে। দুই জেলার দুই সাংসদ সদস্যর একই রাস্তায় এলাকা ভিত্তিক সম উন্নয়ন না হওয়ায় জন মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে খাগড়াবন্দ এলাকায় বসবাস কারি সিনিয়র প্রধান শিক্ষক ও সমাজ সচেতন ব্যক্তিত্ব খন্দকার হাবিবুর রহমান হাবিব বলেন, আগে উন্নয়ন পরে গনতন্ত্র নীতিতে বিশ্বাসী শ্লোগানের দেশে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। বিড়ম্বনার শিকার এলাকা বাসীর স্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার পূর্বক চলাচল উপযোগী করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।