নিজস্ব প্রতিবেদক : ৪ গ্রাম হেরোইন এবং ৫০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী র্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে গ্রেফতার।
গতকাল ২৬/০৭/২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩.৪০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর- নাম ১। মোঃ অনিক (২৮) পিতাঃ মোঃ আনোয়ার, ও ২। মোঃ বিল্লাল (৪০), পিতা- মোঃ আমিন, উভয়ের সাং- শুভাড্ডা উত্তর পাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়। এই সময় গ্রেফতারকৃত ১। মোঃ অনিক (২৮) এর নিকট হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা এবং গ্রেফতারকৃত ২। মোঃ বিল্লাল (৪০) এর নিকট হতে ৩৫ (পঁয়ত্রিশ) পুরিয়া হেরোইন, যার ওজন ০৪ (চার) গ্রাম ও আনুমানিক মূল্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকার অবৈধ মাদক উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার কেরাণীগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।