নিজস্ব প্রতিবেদক : র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বড়চর এলাকায় ব্যাটারী চালিত টমটম গাড়ী চুরির সঙ্ঘবদ্ধ চোর চক্রের ০৩ জন গ্রেফতার ও টমটম গাড়ী উদ্ধার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও যে, কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গত ২৫/০৭/২৫ ইং তারিখ আনুমানিক ১৯.৪০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার সুদিয়াখলা এলাকার মোঃ রমজান আলীর ছেলে মোঃ জামিল মিয়া (১৭) ব্যাটারী চালিত টমটম গাড়ী নিয়ে শায়েস্তাগঞ্জ এর দাউদনগর বাজার থেকে যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার বড়চর এলাকায় যাত্রী নামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পার্শবর্তী ঝোপে যাওয়ার আনুমানিক ১০ মিনিট পরে ফিরে এসে দেখে তার টমটম গাড়ীটি নেই। অতঃপর আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাদ ও খোঁজাখুজি করেও টমটম গাড়ীটি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে মোঃ রমজান আলী বাদী হয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৬ জুলাই ২০২৫ ইং তারিখ আনুমানিক ১২:০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ১১ নং বাগাসুরা ইউনিয়নের দরগাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার মামলা নং- ০৬, তারিখ-২৬/০৭/২০২৫, ধারা- ৩৭৯, পেনাল কোড ১৮৬০; এর মূলে হবিগঞ্জের শয়েস্তাগঞ্জের বড়চর এলাকায় ব্যাটারী চালিত টমটম গাড়ী চুরির সঙ্ঘবদ্ধ চোর চক্রের ০৩ জন আসামী গ্রেফতার ও টমটম গাড়ীটি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- ১। অন্তর মিয়া (১৯), পিতা- ফয়সাল মিয়া, সাং-বাগেরসরা, থানা-মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ২। নিলয় মিয়া (১৯), পিতা- বাচ্ছু মিয়া, সাং- গাজিপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ এবং ৩। মোঃ বিল্লাল মিয়া (১৯), পিতা- সবুজ মিয়া, সাং- বাগনিপাড়া, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।