ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে গৌরীপুরে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ সিরাজদিখানে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ! উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু  ৪৮ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি। বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মির্জা মোরাদুজ্জামান-এঁর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে হাজারো মানুষের অংশগ্রহণে জুলাই পুনর্জাগরণের প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত কালিহাতীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ু আটক মাধবপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত নাইক্ষ‌্যংছড়ি সীমান্ত থেকে বিপুল পরিমান ইয়াবাসহ উদ্ধার করেছে বিজিবি।  নবীনগরের যুবককে সৌদি আরবে পাঠিয়ে প্রতারণা: কাজ না দিয়ে ফের হাতিয়ে নেয় ৫ লাখ টাকা 

চট্টগ্রামে এনসিপির পদযাত্রা কাল, হামলার আশংকা। 

এম মনির চৌধুরী রানা।

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দলটির এই অঞ্চলের পদযাত্রা আগামী শনিবার ১৯ জুলাইকক্সবাজার থেকে শুরু হবে। আগামী রবিবার ২০ জুলাই চট্টগ্রাম মহানগরীতে হবে পদযাত্রা ও সমাবেশ।

গতকাল বৃহস্পতিবার ১৮ জুলাইচট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা ঘোষণা করেন, এনসিপির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ।

জোবাইরুল হাসান আরিফ জানান, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দুই দিনের পদযাত্রা কর্মসূচি চূড়ান্ত হয়েছে। কক্সবাজারে পদযাত্রা শেষে আগামী শনিবার বিকেলে নেতারা বান্দরবানে যাবেন এবং সেখান থেকে রাতেই চট্টগ্রামে ফিরে আসবেন।

আগামী রবিবার সকালে রাঙামাটিতে কর্মসূচি শেষে দুপুরের মধ্যে নেতারা চট্টগ্রামে ফিরে আসবেন এবং বেলা সাড়ে ৩টায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা শুরু হবে। সেখান থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নিউমার্কেট ও টাইগারপাস পেরিয়ে পদযাত্রা শেষ হবে ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে। তবে যানজট বা অনিবার্য কারণে সময়সূচিতে পরিবর্তন হতে পারে।


গোপালগঞ্জের মতো চট্টগ্রামেও হামলার কোনো শঙ্কা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে জোবাইরুল বলেন,
 ‘হ্যাঁ, আমরা আশঙ্কা করছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। যদি হামলার চেষ্টা হয়, তবে চট্টগ্রামের বিপ্লবী ছাত্র-জনতা তা প্রতিহত করবে।

জোবাইরুল হাসান আরও বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার পর আমরা বুঝেছি, আওয়ামী লীগ এখন আর নীরব ভূমিকায় নেই। এটা রাজনৈতিক দলগুলোর সামগ্রিক ব্যর্থতা। আমরা নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছি। এ সময় সংগঠনের যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে গৌরীপুরে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে এনসিপির পদযাত্রা কাল, হামলার আশংকা। 

আপডেট সময় ০৬:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

এম মনির চৌধুরী রানা।

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দলটির এই অঞ্চলের পদযাত্রা আগামী শনিবার ১৯ জুলাইকক্সবাজার থেকে শুরু হবে। আগামী রবিবার ২০ জুলাই চট্টগ্রাম মহানগরীতে হবে পদযাত্রা ও সমাবেশ।

গতকাল বৃহস্পতিবার ১৮ জুলাইচট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা ঘোষণা করেন, এনসিপির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ।

জোবাইরুল হাসান আরিফ জানান, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দুই দিনের পদযাত্রা কর্মসূচি চূড়ান্ত হয়েছে। কক্সবাজারে পদযাত্রা শেষে আগামী শনিবার বিকেলে নেতারা বান্দরবানে যাবেন এবং সেখান থেকে রাতেই চট্টগ্রামে ফিরে আসবেন।

আগামী রবিবার সকালে রাঙামাটিতে কর্মসূচি শেষে দুপুরের মধ্যে নেতারা চট্টগ্রামে ফিরে আসবেন এবং বেলা সাড়ে ৩টায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা শুরু হবে। সেখান থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নিউমার্কেট ও টাইগারপাস পেরিয়ে পদযাত্রা শেষ হবে ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে। তবে যানজট বা অনিবার্য কারণে সময়সূচিতে পরিবর্তন হতে পারে।


গোপালগঞ্জের মতো চট্টগ্রামেও হামলার কোনো শঙ্কা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে জোবাইরুল বলেন,
 ‘হ্যাঁ, আমরা আশঙ্কা করছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। যদি হামলার চেষ্টা হয়, তবে চট্টগ্রামের বিপ্লবী ছাত্র-জনতা তা প্রতিহত করবে।

জোবাইরুল হাসান আরও বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার পর আমরা বুঝেছি, আওয়ামী লীগ এখন আর নীরব ভূমিকায় নেই। এটা রাজনৈতিক দলগুলোর সামগ্রিক ব্যর্থতা। আমরা নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছি। এ সময় সংগঠনের যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।