ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠনে লক্ষ্যে মানববন্ধন ও র‌্যালি ভারতের পানিতে ডুবতে বসেছে কুমিল্লার ৪ লাখ মানুষ, ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত বাংলাদেশ ড্রাইভিং স্কুল মালিক সমিতির আহবায়ক কমিটি গঠিত বাকৃবিতে পিআরএস অর্জনের কৌশল ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জের মাধবপুরে বিদেশ ইটালি পাঠানোর নামে ১৯ লক্ষ টাকা প্রতারণা করে নেয়ার অভিযোগ  জগন্নাথপুরের রানীগঞ্জের আওয়ামী লীগের নেতাকে দেওয়া হলো ওএমএস ডিলার। বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামালের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুলতানের অভিযোগ দায়ের বাউফলে টানা বর্ষণে ফসলের ব্যপক খয়ক্ষতি, দুঃশ্চিন্তায় কৃষক।  বন্দরে হত্যা চেষ্টা মামলার আসামী আলমগীর ও হাফিজ প্রকাশ্যে থাকলেও গ্রেফতার করছেনা পুলিশ

সলঙ্গায় টানা বৃষ্টিতে চড়ম দুর্ভোগে দিনমজুর ও ভ্যান চালকেরা

সলঙ্গায় টানা বৃষ্টিতে চড়ম দুর্ভোগে দিনমজুর ও ভ্যান চালকেরা

মোঃ আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের সলঙ্গায় কয়েক দিনের টানা বৃষ্টিতে চড়ম দূর্ভোগে পড়েছেন দিনমজুর ও অটোভ্যান চালকেরা। অতি বৃষ্টিতে কাজ এবং যাত্রী না থাকায় তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এদিকে ফলসের মাঠে পানি জমে থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সবজির ক্ষেত।
আজ বুধবার বিকেলে সলঙ্গা বাজারসহ হাটিকুমরুল, রামকৃষ্ণপুর ও ধুবিল ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনমজুরদের অনেকে বৃষ্টির মধ্যেই বের হয়েছেন কাজের সন্ধানে। অনেকে আবার বৃষ্টিতে কাজে যেতে পারেননি। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষদের। বিশেষ করে হাটিকুমরুল অঞ্চলের ছিন্নমূল মানুষেরা পড়েছেন চরম বিপাকে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের না হওয়ায় ভ্যান, রিকশা ও অটোরিকশার যাত্রী মিলছে না।
দুপুর ২টায় সলঙ্গা থানামোড়ে ভ্যান চালক ইব্রাহিম ও ফয়সাল হোসেন বলেন, কদিন থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে যাত্রীও কমে গেছে। এখন ঘরে বসে না থেকে টাকা আয় করতে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়েছি। এভাবে বৃষ্টি হতে থাকলে পরিবারের কয়েক সদস্যর খাবারের টাকা জোগাড় করাই কষ্টকর হয়ে যাবে।
বাজারের চা দোকানি মোজাম্মেল হোসেন বলেন, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে চায়ের দোকান খুলতে পারছি না। আমার দোকানটা খোলা আকাশের নিচে। দোকান বন্ধ থাকায় চরম কষ্টে আছি।
কৃষক আলম হোসেন জানান, গত কয়েক দিন থেকে চলা বিরামহীন বৃষ্টিতে মাঠে কৃষকের কাজ থমকে গেছে। শীতের আগাম সবজির ক্ষেতে পানি জমে থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা।
কৃষক আব্দুর রহিম বলেন, অতি বৃষ্টির কারণে মাঠের সব কাজ থমকে গেছে। সবজির ক্ষেতে পানি জমে থাকার কারণে এবার ব্যাপক ক্ষতি হবে বলে মনে হচ্ছে। সবজির গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তাগণ বলেন, আগামী কয়েক দিন এমন বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলা কৃতি কর্মকর্তা বলেন, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে সবজি ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি জমি থেকে পানি বের করে দেবার জন্য।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠনে লক্ষ্যে মানববন্ধন ও র‌্যালি

সলঙ্গায় টানা বৃষ্টিতে চড়ম দুর্ভোগে দিনমজুর ও ভ্যান চালকেরা

আপডেট সময় ১০:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
মোঃ আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের সলঙ্গায় কয়েক দিনের টানা বৃষ্টিতে চড়ম দূর্ভোগে পড়েছেন দিনমজুর ও অটোভ্যান চালকেরা। অতি বৃষ্টিতে কাজ এবং যাত্রী না থাকায় তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এদিকে ফলসের মাঠে পানি জমে থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সবজির ক্ষেত।
আজ বুধবার বিকেলে সলঙ্গা বাজারসহ হাটিকুমরুল, রামকৃষ্ণপুর ও ধুবিল ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনমজুরদের অনেকে বৃষ্টির মধ্যেই বের হয়েছেন কাজের সন্ধানে। অনেকে আবার বৃষ্টিতে কাজে যেতে পারেননি। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষদের। বিশেষ করে হাটিকুমরুল অঞ্চলের ছিন্নমূল মানুষেরা পড়েছেন চরম বিপাকে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের না হওয়ায় ভ্যান, রিকশা ও অটোরিকশার যাত্রী মিলছে না।
দুপুর ২টায় সলঙ্গা থানামোড়ে ভ্যান চালক ইব্রাহিম ও ফয়সাল হোসেন বলেন, কদিন থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে যাত্রীও কমে গেছে। এখন ঘরে বসে না থেকে টাকা আয় করতে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়েছি। এভাবে বৃষ্টি হতে থাকলে পরিবারের কয়েক সদস্যর খাবারের টাকা জোগাড় করাই কষ্টকর হয়ে যাবে।
বাজারের চা দোকানি মোজাম্মেল হোসেন বলেন, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে চায়ের দোকান খুলতে পারছি না। আমার দোকানটা খোলা আকাশের নিচে। দোকান বন্ধ থাকায় চরম কষ্টে আছি।
কৃষক আলম হোসেন জানান, গত কয়েক দিন থেকে চলা বিরামহীন বৃষ্টিতে মাঠে কৃষকের কাজ থমকে গেছে। শীতের আগাম সবজির ক্ষেতে পানি জমে থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা।
কৃষক আব্দুর রহিম বলেন, অতি বৃষ্টির কারণে মাঠের সব কাজ থমকে গেছে। সবজির ক্ষেতে পানি জমে থাকার কারণে এবার ব্যাপক ক্ষতি হবে বলে মনে হচ্ছে। সবজির গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তাগণ বলেন, আগামী কয়েক দিন এমন বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলা কৃতি কর্মকর্তা বলেন, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে সবজি ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি জমি থেকে পানি বের করে দেবার জন্য।