ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠনে লক্ষ্যে মানববন্ধন ও র‌্যালি ভারতের পানিতে ডুবতে বসেছে কুমিল্লার ৪ লাখ মানুষ, ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত বাংলাদেশ ড্রাইভিং স্কুল মালিক সমিতির আহবায়ক কমিটি গঠিত বাকৃবিতে পিআরএস অর্জনের কৌশল ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জের মাধবপুরে বিদেশ ইটালি পাঠানোর নামে ১৯ লক্ষ টাকা প্রতারণা করে নেয়ার অভিযোগ  জগন্নাথপুরের রানীগঞ্জের আওয়ামী লীগের নেতাকে দেওয়া হলো ওএমএস ডিলার। বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামালের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুলতানের অভিযোগ দায়ের বাউফলে টানা বর্ষণে ফসলের ব্যপক খয়ক্ষতি, দুঃশ্চিন্তায় কৃষক।  বন্দরে হত্যা চেষ্টা মামলার আসামী আলমগীর ও হাফিজ প্রকাশ্যে থাকলেও গ্রেফতার করছেনা পুলিশ

বুড়িচং উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী 

বুড়িচং উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী 

 বুড়িচং কুমিল্লা প্রতিনিধি। কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র আশুরা, পাক পাজ্ঞাতান (আ:), আহলে বাইয়াত ও শোহাদায়ে কারবালার স্মরণে ১১ তম মাহফিল সম্পন্ন হয়েছে।

৯ জুলাই (বুধবার) বাদ যোহর পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে সভাপতিত্ব করেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাসানী (মা:জি:আ:)।

শাহজাদা মাওলানা ছৈয়্যদ ওমর ফারুক নোমানী আল হাসানীর সঞ্চালনায় সমাপনী মাহফিলে বক্তব্য রাখেন, ভারতের ত্রিপুরা থেকে আগত প্রবীন আলেমেদ্বীন মাওঃ আব্দুস ছাত্তার নূরী, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, শাহজাদা মুফতি ছৈয়্যদ ছাবের আহমদ নোমানী আল হাসানী, শাহজাদা মুফতি হাফেজ কারী ছৈয়্যদ আলাউদ্দিন নোমানী আযহারী আল হাসানী, মোঃ জসিম উদ্দিন মাষ্টার ও হাফেজ মোঃ মোশাররফ হোসেন।

পাঁচ দিনব্যাপী মাহফিলের প্রথম দিবসে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা মোঃ হাছান সিরাজী, দ্বিতীয়ত দিবসে বক্তব্য রাখেন, মাওলানা নেছার আহমদ, চাঁদপুর, তৃতীয় দিবসে বক্তব্য রাখেন, মাওলানা মোঃ সোলাইমান আল কাদরী, চতুর্থ দিবসে মাওঃ মোঃ আব্দুছ ছাত্তার নূরী,ভারত এবং পঞ্চম দিবসে মুফতি মাওলানা হাফেজ আলাউদ্দিন আযহারী, আল হাসানী।

আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাত ওলামা কমিটি ও দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পবিত্র আশুরা, পাক পাজ্ঞাতান (আ:), আহলে বাইয়াত ও শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলটি গত ৫ জুলাই শুরু হয়ে ৯ জুলাই বুধবার  ১১ তম মাহফিলটি বাদ যোহর দোয়া, মিলাদ, মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠনে লক্ষ্যে মানববন্ধন ও র‌্যালি

বুড়িচং উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী 

আপডেট সময় ০৯:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 বুড়িচং কুমিল্লা প্রতিনিধি। কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র আশুরা, পাক পাজ্ঞাতান (আ:), আহলে বাইয়াত ও শোহাদায়ে কারবালার স্মরণে ১১ তম মাহফিল সম্পন্ন হয়েছে।

৯ জুলাই (বুধবার) বাদ যোহর পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে সভাপতিত্ব করেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাসানী (মা:জি:আ:)।

শাহজাদা মাওলানা ছৈয়্যদ ওমর ফারুক নোমানী আল হাসানীর সঞ্চালনায় সমাপনী মাহফিলে বক্তব্য রাখেন, ভারতের ত্রিপুরা থেকে আগত প্রবীন আলেমেদ্বীন মাওঃ আব্দুস ছাত্তার নূরী, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, শাহজাদা মুফতি ছৈয়্যদ ছাবের আহমদ নোমানী আল হাসানী, শাহজাদা মুফতি হাফেজ কারী ছৈয়্যদ আলাউদ্দিন নোমানী আযহারী আল হাসানী, মোঃ জসিম উদ্দিন মাষ্টার ও হাফেজ মোঃ মোশাররফ হোসেন।

পাঁচ দিনব্যাপী মাহফিলের প্রথম দিবসে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা মোঃ হাছান সিরাজী, দ্বিতীয়ত দিবসে বক্তব্য রাখেন, মাওলানা নেছার আহমদ, চাঁদপুর, তৃতীয় দিবসে বক্তব্য রাখেন, মাওলানা মোঃ সোলাইমান আল কাদরী, চতুর্থ দিবসে মাওঃ মোঃ আব্দুছ ছাত্তার নূরী,ভারত এবং পঞ্চম দিবসে মুফতি মাওলানা হাফেজ আলাউদ্দিন আযহারী, আল হাসানী।

আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাত ওলামা কমিটি ও দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পবিত্র আশুরা, পাক পাজ্ঞাতান (আ:), আহলে বাইয়াত ও শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলটি গত ৫ জুলাই শুরু হয়ে ৯ জুলাই বুধবার  ১১ তম মাহফিলটি বাদ যোহর দোয়া, মিলাদ, মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়।