ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিআর পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতি জনগণ মানবে না -এডভোকেট মতিউর রহমান আকন্দ। রাজধানীর মতিঝিলে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মুল শক্তি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির- ড. শফিকুল ইসলাম মাসুদ।  নান্দাইলে বজ্রপাতে প্রাণ হারালেন পিতা-পুত্র কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান: যুবকের ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড        দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সভায় কমিটির পূর্নগঠন নুরুল করিম মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ খানসামায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নতুন মামলা মাধবপুর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম আটক রামবুটান চাষে ভাগ্য বদল প্রবাস ফেরত আফজাল শেখের সাফল্যের গল্প   

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোঁজের একদিন পর রানা ইসলাম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবী রহস্যজনক মৃত্যুর অভিযোগ।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গণিপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রানা একই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।
পরিবারের বরাতে জানা যায়, গত শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরে বাসায় ফিরে আসে রানা। পরে সে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। রবিবার সকালে সেই পুকুরে মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তা দেখতে পান।
রানার বাবা ওবায়দুল ইসলাম বলেন, “স্ত্রী বলেছিল রানা গোসল করতে গেছে। আমরা আত্মীয়-স্বজন ও পুকুরে খুঁজেছি, কিন্তু পাইনি। আজ সকালে চোখের সামনে ছেলের মরদেহ ভেসে উঠতে দেখে আমরা ভেঙে পড়ি।”
এলাকাবাসীরা জানান, যেই পুকুরে রানার মরদেহ পাওয়া গেছে, সেখানে পানির গভীরতা ছিল মাত্র কোমর পর্যন্ত। রানা ছিল সাঁতার জানা। তাই এই মৃত্যুকে তারা রহস্যজনক বলে দাবি করেছেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

পিআর পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতি জনগণ মানবে না -এডভোকেট মতিউর রহমান আকন্দ।

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ

আপডেট সময় ০৮:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোঁজের একদিন পর রানা ইসলাম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবী রহস্যজনক মৃত্যুর অভিযোগ।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গণিপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রানা একই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।
পরিবারের বরাতে জানা যায়, গত শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরে বাসায় ফিরে আসে রানা। পরে সে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। রবিবার সকালে সেই পুকুরে মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তা দেখতে পান।
রানার বাবা ওবায়দুল ইসলাম বলেন, “স্ত্রী বলেছিল রানা গোসল করতে গেছে। আমরা আত্মীয়-স্বজন ও পুকুরে খুঁজেছি, কিন্তু পাইনি। আজ সকালে চোখের সামনে ছেলের মরদেহ ভেসে উঠতে দেখে আমরা ভেঙে পড়ি।”
এলাকাবাসীরা জানান, যেই পুকুরে রানার মরদেহ পাওয়া গেছে, সেখানে পানির গভীরতা ছিল মাত্র কোমর পর্যন্ত। রানা ছিল সাঁতার জানা। তাই এই মৃত্যুকে তারা রহস্যজনক বলে দাবি করেছেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।