ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন জগন্নাথপুরবাসী। তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে মহানগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামিলীগ নেতা লোকমান বিএনপি নাম ভাঙ্গিয়ে পায়দা লোটার চেষ্টা  রাজশাহী নগরীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মজিবর রহমান মজু’কে চাইছে ভালুকাবাসী  রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা জুলাই শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশালে চাঁদাবাজি সহ একাধিক মামলা ! তদন্তে পুলিশ গৃহ ছারছেন সাংবাদিক 

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোঁজের একদিন পর রানা ইসলাম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবী রহস্যজনক মৃত্যুর অভিযোগ।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গণিপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রানা একই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।
পরিবারের বরাতে জানা যায়, গত শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরে বাসায় ফিরে আসে রানা। পরে সে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। রবিবার সকালে সেই পুকুরে মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তা দেখতে পান।
রানার বাবা ওবায়দুল ইসলাম বলেন, “স্ত্রী বলেছিল রানা গোসল করতে গেছে। আমরা আত্মীয়-স্বজন ও পুকুরে খুঁজেছি, কিন্তু পাইনি। আজ সকালে চোখের সামনে ছেলের মরদেহ ভেসে উঠতে দেখে আমরা ভেঙে পড়ি।”
এলাকাবাসীরা জানান, যেই পুকুরে রানার মরদেহ পাওয়া গেছে, সেখানে পানির গভীরতা ছিল মাত্র কোমর পর্যন্ত। রানা ছিল সাঁতার জানা। তাই এই মৃত্যুকে তারা রহস্যজনক বলে দাবি করেছেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ

আপডেট সময় ০৮:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোঁজের একদিন পর রানা ইসলাম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবী রহস্যজনক মৃত্যুর অভিযোগ।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গণিপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রানা একই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।
পরিবারের বরাতে জানা যায়, গত শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরে বাসায় ফিরে আসে রানা। পরে সে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। রবিবার সকালে সেই পুকুরে মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তা দেখতে পান।
রানার বাবা ওবায়দুল ইসলাম বলেন, “স্ত্রী বলেছিল রানা গোসল করতে গেছে। আমরা আত্মীয়-স্বজন ও পুকুরে খুঁজেছি, কিন্তু পাইনি। আজ সকালে চোখের সামনে ছেলের মরদেহ ভেসে উঠতে দেখে আমরা ভেঙে পড়ি।”
এলাকাবাসীরা জানান, যেই পুকুরে রানার মরদেহ পাওয়া গেছে, সেখানে পানির গভীরতা ছিল মাত্র কোমর পর্যন্ত। রানা ছিল সাঁতার জানা। তাই এই মৃত্যুকে তারা রহস্যজনক বলে দাবি করেছেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।