নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ এর পৃথক অভিযানে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা এলাকা হতে ১৫.৬ কেজি গাঁজা এবং ৪৩ বোতল ESKuf জব্দসহ ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০৬/০৬/২০২৫ তারিখ আনুমানিক ০০.৫৫ ঘটিকার সময় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ৩নং সিংগীমারি ইউপির ২নং ওয়ার্ডের অন্তর্গত মধ্যধুবনীপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোছাঃ নাসিমা (৩২), স্বামী-মোঃ মমিনুর ইসলাম এর বসতবাড়ীর আঙ্গিনায় অভিযান পরিচালনা করে ধৃত আসামীদের হাতে থাকা খাকি স্কচটেপ ও কালো রংয়ের ছাপা কাপড়ের মধ্যে রক্ষিত ১০.৩ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আমির হোসেন (৪২), পিতা-মৃত বছির উদ্দিন (নছির), সাং-মধ্য সিংগীমারি, ৮নং ওয়ার্ড, ২। মোছাঃ নাসিমা (৩২), স্বামী-মোঃ মমিনুর ইসলাম, সাং-মধ্য ধুবনীপাড়া, ২নং ওয়ার্ড, উভয় ৩নং সিংগীমারি ইউপি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। একই আভিযানিক দল পরবর্তীতে ইং ০৬/০৬/২০২৫ তারিখ আনুমানিক ০২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন টংভাঙ্গা ইউপির বড়াইপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোছাঃ ছকিনা বেগম (৫৫) এর বসতবাড়ীর আঙ্গিনায় অভিযান পরিচালনা করে আসামীদের ডান থাকা কালো হলুদ ছাপা কাপড়ের মধ্যে স্কচটেপ দ্বারা মোড়ানো ৫.৩ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোছা ছকিনা বেগম (৫৫), স্বামী-আব্দুল লতিফ, ২। মোঃ জাহাঙ্গীর হোসেন (২৪), পিতা-মৃত জসিম উদ্দিন এবং ৩। মোঃ আজিজুল ইসলাম (২৮) পিতা-মোঃ মহাসিন আলী, সর্ব সাং-বাড়াইপাড়া, ৪নং ওয়ার্ড, টংভাঙ্গা ইউনিয়ন, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগে একই আভিযানিক দল ইং ০৫/০৬/২০২৫ তারিখ আনুমানিক ২১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া (হানিফ মেম্বার পাড়া) গ্রামস্থ ধৃত আসামী মোঃ সাজু মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ধৃত আসামীর ডান হাতে থাকা সাদা ব্যাগের মধ্যে রক্ষিত ৪৩ বোতল ESKuf জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ সাজু মিয়া (২৭), পিতা-মৃত আব্দুল মালেক, সাং-দোলাপাড়া, ৭নং ওয়ার্ড, বড়খাতা ইউনিয়ন, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।