ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন জগন্নাথপুরবাসী। তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে মহানগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামিলীগ নেতা লোকমান বিএনপি নাম ভাঙ্গিয়ে পায়দা লোটার চেষ্টা  রাজশাহী নগরীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মজিবর রহমান মজু’কে চাইছে ভালুকাবাসী  রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা জুলাই শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশালে চাঁদাবাজি সহ একাধিক মামলা ! তদন্তে পুলিশ গৃহ ছারছেন সাংবাদিক 

হবিগঞ্জের-সুজাতপুরে আঞ্চলিক সড়কে চরম দুর্দশা বেহাল সড়কে গর্ত আর পানি, লাখো মানুষের যাতায়াতে দুর্ভোগ চরমে!

হবিগঞ্জের-সুজাতপুরে আঞ্চলিক সড়কে চরম দুর্দশা বেহাল সড়কে গর্ত আর পানি, লাখো মানুষের যাতায়াতে দুর্ভোগ চরমে!

শাহ্ মোঃ মামুনুর রহমানঃ হবিগঞ্জ জেলা সদরের সঙ্গে বানিয়াচং উপজেলার মক্রমপুর, সুজাতপুর, মন্দরী, মুরাদপুর, পৈলারকান্দি ইউনিয়ন এবং কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত মিঠামইন উপজেলার যোগাযোগের প্রধান মাধ্যম হবিগঞ্জ-সুজাতপুর আঞ্চলিক সড়ক। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশা এখন জনদুর্ভোগের অপর নাম।

খানাখন্দে ভরা এই রাস্তায় কোথাও কোথাও বড় গর্তে জমে থাকা পানি ছোটখাটো পুকুরে রূপ নিয়েছে। সড়কটি প্রথম কার্পেটিং করা হয় ২০০৩ সালে। পরে জনগণের দাবির মুখে ২০২২ সালে আংশিকসংস্কার করা হয়। কিন্তু মাত্র তিন বছরের ব্যবধানে নির্মাণ কাজের নিম্নমান এবং ঠিকাদারি অনিয়মের কারণে সড়কের অধিকাংশ জায়গায় আবারও গর্তভাঙাচোরা অবস্থা দেখা দিয়েছে।

ও সড়কে ঝুঁকি: প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় ৫০ হাজার মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, শ্রমজীবী মানুষ এবং কৃষকেরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। ভাঙা রাস্তায় প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তায় জমে থাকা পানির নিচে গর্ত দেখা না যাওয়ায় বিপদের সম্ভাবনা বেড়ে যায়। এনিয়ে এই রাস্তায় চলা কয়েকটি ইউনিয়নের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

রাস্তা নিয়ে মক্রমপুর ইউনিয়নের পাথারিয়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মতিন বলেন- আওয়ামী লীগ আমলে এই রাস্তায় কোটি টাকার কাজ হয়েছে, কিন্তু কাজ হয়েছে নিম্নমানের। দুর্নীতির কারণে আজ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

আমরা দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। নইলে যাত্রী ও চালকদের নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবো। সড়কটিকে যাতায়াতের উপযোগী করার জন্য এখনো প্রকল্প অনুমোদন হয়নি বলে বানিয়াচং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে। তবে বার্ষিক অন্তর মেরামত কর্মসূচীর তালিকায় আছে বলে কার্যালয়টি জানায়।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের-সুজাতপুরে আঞ্চলিক সড়কে চরম দুর্দশা বেহাল সড়কে গর্ত আর পানি, লাখো মানুষের যাতায়াতে দুর্ভোগ চরমে!

আপডেট সময় ০৯:৪১:০০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
শাহ্ মোঃ মামুনুর রহমানঃ হবিগঞ্জ জেলা সদরের সঙ্গে বানিয়াচং উপজেলার মক্রমপুর, সুজাতপুর, মন্দরী, মুরাদপুর, পৈলারকান্দি ইউনিয়ন এবং কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত মিঠামইন উপজেলার যোগাযোগের প্রধান মাধ্যম হবিগঞ্জ-সুজাতপুর আঞ্চলিক সড়ক। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশা এখন জনদুর্ভোগের অপর নাম।

খানাখন্দে ভরা এই রাস্তায় কোথাও কোথাও বড় গর্তে জমে থাকা পানি ছোটখাটো পুকুরে রূপ নিয়েছে। সড়কটি প্রথম কার্পেটিং করা হয় ২০০৩ সালে। পরে জনগণের দাবির মুখে ২০২২ সালে আংশিকসংস্কার করা হয়। কিন্তু মাত্র তিন বছরের ব্যবধানে নির্মাণ কাজের নিম্নমান এবং ঠিকাদারি অনিয়মের কারণে সড়কের অধিকাংশ জায়গায় আবারও গর্তভাঙাচোরা অবস্থা দেখা দিয়েছে।

ও সড়কে ঝুঁকি: প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় ৫০ হাজার মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, শ্রমজীবী মানুষ এবং কৃষকেরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। ভাঙা রাস্তায় প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তায় জমে থাকা পানির নিচে গর্ত দেখা না যাওয়ায় বিপদের সম্ভাবনা বেড়ে যায়। এনিয়ে এই রাস্তায় চলা কয়েকটি ইউনিয়নের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

রাস্তা নিয়ে মক্রমপুর ইউনিয়নের পাথারিয়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মতিন বলেন- আওয়ামী লীগ আমলে এই রাস্তায় কোটি টাকার কাজ হয়েছে, কিন্তু কাজ হয়েছে নিম্নমানের। দুর্নীতির কারণে আজ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

আমরা দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। নইলে যাত্রী ও চালকদের নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবো। সড়কটিকে যাতায়াতের উপযোগী করার জন্য এখনো প্রকল্প অনুমোদন হয়নি বলে বানিয়াচং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে। তবে বার্ষিক অন্তর মেরামত কর্মসূচীর তালিকায় আছে বলে কার্যালয়টি জানায়।