এম মনির চৌধুরী রানা : চট্টগ্রামের পটিয়া উপজেলা থানার মাঠে পুলিশের লাঠি চার্জের শিকার হন পটিয়া বৈষম্য বিরোধী ছাত্ররা। স্হানীয়রা জানান, পটিয়া বৈষম্য বিরোধী ছাত্ররা জুলাই দিবস পালন উপলক্ষে গতকাল ১লা জুলাই (মঙ্গলবার) রাত ৮টায় পটিয়া শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে জুলাই দিবস কর্মসুচি পালন করেন।
অনুষ্ঠান শেষে ছাত্ররা পটিয়া থানার মোড়ে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপংকরকে দেখতে পেয়ে তাকে পটিয়া থানার মাঠে নিয়ে আসেন।দীপংকরকে নিয়ে ছাত্ররা শ্লোগান দিলে সকল পুলিশ একযোগে ছাত্রদের উপর লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
এতে ১১জন ছাত্র আহত হয় বলে জানা যায়। আহত ছাত্ররা হলেন তৌকির (২১), মোঃনাদি (২১), মো:আয়াস (১৬),মো:আখিল (১৮), মো:ইরফান (১৮),তাসরিয়ান হাসান (১৮), মো: রায়হান (২০),সাইফুল ইসলাম (১৮) এরা সকলেই পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতাল হতে চিকিৎসা সেবা নেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মোঃ নওশদ বলেন রাত প্রায় ১১টার পর১০/১২ জন ছাত্রদের চিকিৎসা সেবা দেয়া হয়।
লাঠি চার্জের শিকার ছাত্র আশরাফুল ইসলাম তৌকির বলেন, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের নেতা দীপংকরকে ধরে শ্লোগান দিয়ে ছাত্ররা পুলিশকে বুঝিয়ে দিতে গেলে পুলিশ অর্তকিত ভাবে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর লাঠি চার্জ করে।
জুলাই দিবস কর্মসুচিতে বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিন জেলা সমন্বয়ক গোলাম মওলা মাশরাফ বক্তব্যতে তিনি থানা পুলিশকে, বট, ২নম্বর, ফাও বলে ডাকেন। পুলিশ প্রশাসন চাঁদাবাজদের সাহায্য করে, আসামি ধরতে ব্যর্থ হন। পুলিশের কারণে সন্ত্রাসীরা ছাত্রদের হুমকি দেন। পুলিশের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় পুলিশ ছাত্রদের উপর লাঠি চার্জ করেন বলে স্হানীয়রা মন্তব্য করেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ছাত্রলীগের এক নেতা কে ধরে এনে মব সৃষ্টি করে। এতে পুলিশ ও ছাত্রদের সাথে ধাক্কাধাক্কীতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করছে।