ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন জগন্নাথপুরবাসী। তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে মহানগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামিলীগ নেতা লোকমান বিএনপি নাম ভাঙ্গিয়ে পায়দা লোটার চেষ্টা  রাজশাহী নগরীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মজিবর রহমান মজু’কে চাইছে ভালুকাবাসী  রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা জুলাই শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশালে চাঁদাবাজি সহ একাধিক মামলা ! তদন্তে পুলিশ গৃহ ছারছেন সাংবাদিক 

আমার ছেলের আর বিদেশে যাওয়া হলো না, ত্রিশালে যুবকের মৃতদেহ উদ্ধার। 

আমার ছেলের আর বিদেশে যাওয়া হলো, ত্রিশালে যুবকের মৃতদেহ উদ্ধার। 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ ত্রিশাল  উপজেলার হরিরামপুর ইউনিয়ন মাগুরজোড়া কানারঘাট এলাকার একটি ইট ভাটার গর্তে মুখমণ্ডল ডুবন্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম হাফিজুল ইসলাম রনি (২৩)। সে স্থানীয় আব্দুল কাদেরের ছেলে। 
সোমবার (১৬ জুন) সকালে এলাকাবাসী কানারঘাট ইটখোলার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এলাকাবাসীর অভিযোগ, হাফিজুল ইসলাম রনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলে তারা ধারণা করছেন। হঠাৎ এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুল ইসলাম রনি সম্প্রতি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার কাগজপত্র প্রক্রিয়াধীন ছিল।

নিহতের বড় বোন সুমা আক্তার বলেন, আমার ভাই গতকাল রাত ১০টার দিকে বিকাশ থেকে ২৫ হাজার টাকা তুলে আমার আব্বার হাতে দেয় বাকী বেশ কিছু টাকা  তার বিকাশে জমা ছিলো। আমার আব্বা টাকা নিয়ে বাড়ি চলে আসে সে তার বন্ধুদের সাথে আড্ডা দেয়। সারা রাত আর বাসায় আসে নাই সকালে আমার বাবা শুনতে পাই ইটভাটার এখানে একটি মরদেহ পড়ে আছে দেখতে গিয়ে দেখেন আমার ভাই। আমার ভাইকে কে-বা কারা মেরে  ফেলে রেখে গেছে  আমি আমার ভাই হত্যার বিচার চাই।

নিহতের বাবা আব্দুল কাদির বলেন, আমার বড় ছেলে সাদিকুল ইসলাম পলাশ সৌদি আরব থেকে তাঁর বিকাশে টাকা পাঠিয়ে ছিলো সে টাকা থেকে  আমাকে ২৫ হাজার টাকা তুলে দেয় বাকী টাকা তার বিকাশে ছিলো। আমার এই ছেলেটা আর কিছু দিন পরে সৌদি আরব চলে যেতো। আমার ছেলের আর বিদেশ যাওয়া হলো না। এই ছেলেটা আমার সংসারের সমস্ত কাজ করতো। কে-বা কারা আমার ছেলেটাকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি তবে দ্রুতই জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আমার ছেলের আর বিদেশে যাওয়া হলো না, ত্রিশালে যুবকের মৃতদেহ উদ্ধার। 

আপডেট সময় ১২:৫২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ ত্রিশাল  উপজেলার হরিরামপুর ইউনিয়ন মাগুরজোড়া কানারঘাট এলাকার একটি ইট ভাটার গর্তে মুখমণ্ডল ডুবন্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম হাফিজুল ইসলাম রনি (২৩)। সে স্থানীয় আব্দুল কাদেরের ছেলে। 
সোমবার (১৬ জুন) সকালে এলাকাবাসী কানারঘাট ইটখোলার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এলাকাবাসীর অভিযোগ, হাফিজুল ইসলাম রনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলে তারা ধারণা করছেন। হঠাৎ এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুল ইসলাম রনি সম্প্রতি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার কাগজপত্র প্রক্রিয়াধীন ছিল।

নিহতের বড় বোন সুমা আক্তার বলেন, আমার ভাই গতকাল রাত ১০টার দিকে বিকাশ থেকে ২৫ হাজার টাকা তুলে আমার আব্বার হাতে দেয় বাকী বেশ কিছু টাকা  তার বিকাশে জমা ছিলো। আমার আব্বা টাকা নিয়ে বাড়ি চলে আসে সে তার বন্ধুদের সাথে আড্ডা দেয়। সারা রাত আর বাসায় আসে নাই সকালে আমার বাবা শুনতে পাই ইটভাটার এখানে একটি মরদেহ পড়ে আছে দেখতে গিয়ে দেখেন আমার ভাই। আমার ভাইকে কে-বা কারা মেরে  ফেলে রেখে গেছে  আমি আমার ভাই হত্যার বিচার চাই।

নিহতের বাবা আব্দুল কাদির বলেন, আমার বড় ছেলে সাদিকুল ইসলাম পলাশ সৌদি আরব থেকে তাঁর বিকাশে টাকা পাঠিয়ে ছিলো সে টাকা থেকে  আমাকে ২৫ হাজার টাকা তুলে দেয় বাকী টাকা তার বিকাশে ছিলো। আমার এই ছেলেটা আর কিছু দিন পরে সৌদি আরব চলে যেতো। আমার ছেলের আর বিদেশ যাওয়া হলো না। এই ছেলেটা আমার সংসারের সমস্ত কাজ করতো। কে-বা কারা আমার ছেলেটাকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি তবে দ্রুতই জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।