আব্দুল্লাহ আল ফাহাদ ত্রিশাল, (ময়মনসিংহ) প্রতিনিধি : ভূমিসেবা দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও এক হাজারের অধিক মানুষ কে সেবা প্রদান করা হয়েছে। তিন দিনব্যাপী এ ‘ভূমি মেলা-২০২৫’ মঙ্গলবার (২৭ মে) শেষ হয়েছে।
’নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি – নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির সূচনাতে উপেজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য আনম ফারুক, ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, দিবসটি উপলক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও এক হাজারের অধিক মানুষ কে ভূমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করা হয়। তিন দিনব্যাপী এ ‘ভূমি মেলা-২০২৫’ মঙ্গলবার (২৭ মে) সমাপ্ত হয়েছে।