ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যাচেষ্টা মামলায়; র‌্যাব-১১ এর অভিযানে ০১ জন আসামি গ্রেফতার। ঈদকে সামনে রেখে ব্যস্ত লৌহ কারখানাগুলো নান্দাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন-ইউএনও সারমিনা সাত্তার ঈশ্বরগঞ্জে-সড়ক দুর্ঘটনায় নিহত-৩ আহত-৬ পবিত্র ঈদ উল আযহা-২০২৫ উপলক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত পুঠিয়ায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী রনি গ্রেফতার  তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা ময়মনসিংহ বিভাগের বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ সন্তোষজনক – খাদ্য উপদেষ্টা  আলিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এমফিল পিএইচডির সুযোগ পাচ্ছে ইআবিতে। ঘোনায় কালীমন্দিরে অগ্নিকান্ডর ঘটনা ঘটে 

উল্লাপাড়ায় ডাকাতের কবলে ব্যবসায়ী।

উল্লাপাড়ায় ডাকাতের কবলে ব্যবসায়ী।

 

মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী গ্রামের মো:রুহুল আমিন কথা ডেকোরেটর এর মালিক আজ সকালে তার দোকানের মালামাল কিনতে বাড়ি থেকে ১ লক্ষ ০১ হাজার টাকা নিয়ে সলঙ্গা যাওয়ার পথে একদল ডাকাত সদস্য গয়হাটা বাজার থেকে তাকে তুলে নিয়ে এক সেলুনের দোকানে আটকিয়ে ব্যাপক মারধর করে তার কাছ থেকে নগদ এক লাখ দশ হাজার তিনশত টাকা এবং গলায় আট আনা সোনার একটা চেন ছিনিয়ে নেয়।

 

পরে ঘটনাস্থলে স্থানীয় লোকজন পৌঁছানোর পর শোনা যায় এই চক্রটি এর আগেও অনেকের কাছ থেকে ডাকাতি ছিনতাই করেছে।

 

ডাকাত দলের তিন সদস্যের নাম সনাক্ত করা হয়েছে ১/ মোঃ বাঁধন আলী (২০) পিতা মোঃ শামসুল আলম গ্রাম পারকুল গয়হাটা ২/ মোঃ হৃদয় (১৮) পিতা মোঃ আজবার আলী। গ্রাম পারকুল গয়হাটা ৩/ মোঃ হালিম (১৮) পিতা আফসার আলী গ্রাম পারকুল গায়হাটা আরো ৮ থেকে ১০ জনের এই ডাকাতির সাথে জড়িত আছে। এদের নামে থানায় ডাকাতির আরো অভিযোগ আছে। স্থানীয়লোকজন এদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তক মূল্য শাস্তির দাবি জানায়।

 

ভুক্তভোগী রুহুল আমীনের সাথে মুঠো ফোনে কথা বললে সে জানায় যে, তিনি তার এক আত্নীয়কে গাড়িতে তুলে দিয়ে তার গন্তব্যে রওনা হওয়ার সময় মো: হৃদয় তাকে ডেকে নিয়ে বাজারে একটা সেলুনে নিয়ে যায় কথা বলার জন্য, ভুক্তভোগী সরল মনে তার সাথে সেই সেলুনে যায়, যাওয়ার পরই আরো ৫/৬ জন ব্যক্তি সেলুনে ঢুকে সাটার বন্ধ করে বেধরক মারপিট করে এবং তার সাথে থাকা একটি মোটরসাইকেল দুইটা ফোন ও নগদ ১ লক্ষ ০১ হাজার তিনশত টাকা নিয়ে নেয় এবং তাকে মেরে গুম করার উদ্দেশ্যে দোকান থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর আত্ম চিৎকারে স্থানীয় লোকজন চলে আসে এবং তাদের সহায়তায় ফোন দুইটা ও মোটরসাইকেল ফেরত পায় কিন্তু টাকা গুলো ফেরত পায় নাই। তারপর ভুক্তভোগী উল্লাপাড়া মডেল থানায় এসে একটা অভিযোগ করেন। বর্তমানে সে এখন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। ভুক্তভোগীর সাথে কথা বলে আরও জানা যায় পুলিশ এখনো কোন ব্যবস্থা গ্রহণ করে নাই।

 

 

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায়; র‌্যাব-১১ এর অভিযানে ০১ জন আসামি গ্রেফতার।

উল্লাপাড়ায় ডাকাতের কবলে ব্যবসায়ী।

আপডেট সময় ০১:২৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী গ্রামের মো:রুহুল আমিন কথা ডেকোরেটর এর মালিক আজ সকালে তার দোকানের মালামাল কিনতে বাড়ি থেকে ১ লক্ষ ০১ হাজার টাকা নিয়ে সলঙ্গা যাওয়ার পথে একদল ডাকাত সদস্য গয়হাটা বাজার থেকে তাকে তুলে নিয়ে এক সেলুনের দোকানে আটকিয়ে ব্যাপক মারধর করে তার কাছ থেকে নগদ এক লাখ দশ হাজার তিনশত টাকা এবং গলায় আট আনা সোনার একটা চেন ছিনিয়ে নেয়।

 

পরে ঘটনাস্থলে স্থানীয় লোকজন পৌঁছানোর পর শোনা যায় এই চক্রটি এর আগেও অনেকের কাছ থেকে ডাকাতি ছিনতাই করেছে।

 

ডাকাত দলের তিন সদস্যের নাম সনাক্ত করা হয়েছে ১/ মোঃ বাঁধন আলী (২০) পিতা মোঃ শামসুল আলম গ্রাম পারকুল গয়হাটা ২/ মোঃ হৃদয় (১৮) পিতা মোঃ আজবার আলী। গ্রাম পারকুল গয়হাটা ৩/ মোঃ হালিম (১৮) পিতা আফসার আলী গ্রাম পারকুল গায়হাটা আরো ৮ থেকে ১০ জনের এই ডাকাতির সাথে জড়িত আছে। এদের নামে থানায় ডাকাতির আরো অভিযোগ আছে। স্থানীয়লোকজন এদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তক মূল্য শাস্তির দাবি জানায়।

 

ভুক্তভোগী রুহুল আমীনের সাথে মুঠো ফোনে কথা বললে সে জানায় যে, তিনি তার এক আত্নীয়কে গাড়িতে তুলে দিয়ে তার গন্তব্যে রওনা হওয়ার সময় মো: হৃদয় তাকে ডেকে নিয়ে বাজারে একটা সেলুনে নিয়ে যায় কথা বলার জন্য, ভুক্তভোগী সরল মনে তার সাথে সেই সেলুনে যায়, যাওয়ার পরই আরো ৫/৬ জন ব্যক্তি সেলুনে ঢুকে সাটার বন্ধ করে বেধরক মারপিট করে এবং তার সাথে থাকা একটি মোটরসাইকেল দুইটা ফোন ও নগদ ১ লক্ষ ০১ হাজার তিনশত টাকা নিয়ে নেয় এবং তাকে মেরে গুম করার উদ্দেশ্যে দোকান থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর আত্ম চিৎকারে স্থানীয় লোকজন চলে আসে এবং তাদের সহায়তায় ফোন দুইটা ও মোটরসাইকেল ফেরত পায় কিন্তু টাকা গুলো ফেরত পায় নাই। তারপর ভুক্তভোগী উল্লাপাড়া মডেল থানায় এসে একটা অভিযোগ করেন। বর্তমানে সে এখন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। ভুক্তভোগীর সাথে কথা বলে আরও জানা যায় পুলিশ এখনো কোন ব্যবস্থা গ্রহণ করে নাই।