মাসুম আহমদ : সুনামগঞ্জের জগন্নাথপুরে জাল টাকা ক্রয়-বিক্রয়কালে সুজাত মিয়া (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার ২৫ টি জাল নোট জব্দ করা হয়।
আজ শুক্রবার (২৩ মে) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই যুবক দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকান্দরপুর গ্রামের আকামত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, বৃহস্পতিবার বিকেলে কলকলিয়া বাস স্ট্যান্ড এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে পুলিশ অভিযান করে। এসময় পুলিশের উপস্থিতিতে বুঝতে পেরে ২ জন পালিয়ে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় জাল টাকার ব্যবসায়ী সুজাতকে আটক করা হয়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) নূর উদ্দিন আহমেদ বাদী হয়ে আটক ও পালিয়ে যাওয়া জাল টাকার ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় আইনে মামলা করেন। পরে আটককৃতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।