লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসানকে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে পদ থেকে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৮-জুলাই)।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, অভিযোগ রয়েছে–আরিফ তালুকদার ও মাহদী হাসান সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এই অবস্থায় তাঁদের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানো না হলে হবিগঞ্জ জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না।