নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ কর্তৃক ওয়ারেন্টভূক্ত ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার।
“বাংলাদেশ আমার অহংকার”- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে ঢাকা জেলার আশুলিয়া থানার মামলা নং-৫৪ (৫) ২০১৯ , ধারা-৩২৩/৪২৭ পেনাল কোড ১৮৬০ মূলে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০/- (এক) হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও ১ (এক) বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ শেখ ফরিদ (৩০), পিতা-মোঃ শামছুল হক, সাং-বড়দহ (বালুয়াপাড়া), থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধাকে আত্মগোপনে থাকা অবস্থায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন হরিরামপুর ইউনিয়নের বড়দহ বালুয়াপাড়া গ্রামস্থ জনৈক আজল হকের চায়ের দোকানের সামনে হতে ইং ২২/০৫/২০২৫ তারিখ রাত ২০.০০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত ঘটনায়, গ্রেফতারকৃত আসামীকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।