ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ দফা বাস্তবায়নের দাবিতে গৌরীপুরে সাংবাদিকদের কলম বিরতি ১৩ মাসে কোরআনে হাফেজ হলেন ৮ বছরের শিশু সেনাবাহিনী ও র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ১২ জন মাদক বিক্রেতাকে মাদকসহ গ্রেপ্তার। বার বার অপরাধের হোতা তালার চিহ্নিত নারী প্রতারক মিতা কয়রায় আটক যশোরের শার্শায় তক্ষকসহ দুইজন আটক বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান ঔষধ, কসমেটিক্স সামগ্রী, মাদকদ্রব্য এবং চকলেট আটক করেছে বিজিবি   বদরগঞ্জে ৬ মাস বিদ্যালয়ে যাননি আওয়ামীলীগ নেতা শিক্ষক শাহনেওয়াজ, নিয়মিত বেতন তুলছেন।  নওগাঁর বদলগাছীতে দেরিতে স্কুলে আসায় শিক্ষককে শোকজ  তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা অনুষ্টিত

ঢাকা আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে গবেষণায় মুগ্ধ বিদেশি দুই গবেষক

ঢাকা আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে গবেষণায় মুগ্ধ বিদেশি দুই গবেষক

 


মোঃ আরিফুল ইসলাম ঢাকা আলিয়া প্রতিনিধি : 
আজ ২০ই মে ২০২৫ রোজ মঙ্গলবার ঢাকার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া’র কেন্দ্রীয় লাইব্রেরিতে গবেষণা করতে এসেছেন দুই বিদেশি নাগরিক—ড. থমাস নিউবল্ড এবং ড. শাহিন পিশবিন। তারা দু’জনই আন্তর্জাতিক মানের গবেষক এবং নিজেদের নিজ নিজ ক্ষেত্রে সুপরিচিত।

তারা লাইব্রেরির বিভিন্ন আরবি, ফারসি, উর্দু ,সাহিত্য ও ইতিহাসভিত্তিক পান্ডুলিপি নিয়ে গবেষণা করেন। তাদের ভাষ্য অনুযায়ী, এই লাইব্রেরিতে থাকা দুর্লভ পান্ডুলিপিসমূহ বাংলা অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল বোঝার জন্য এক অনন্য উৎস। লাইব্রেরির দুর্লভ পাণ্ডুলিপি ও সমৃদ্ধ সংগ্রহ দেখে তারা মুগ্ধ হন।

ড. থমাস নিউবল্ড, ইতালীয় নাগরিক এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ড. শাহিন পিশবিন, ইরানের নাগরিক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন্স কলেজে পোস্টডক্টরাল গবেষক।

তারা আরবি সাহিত্য, ফারসি, উর্দু ও ঐতিহাসিক বিষয়ভিত্তিক বিভিন্ন পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করছেন।

লাইব্রেরির খোঁজ কীভাবে পেলেন জানতে চাইলে ড. নিউবল্ড জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হাসান আমাদেরকে এই প্রাচীন ও ঐতিহ্যবাহী লাইব্রেরির বিষয়ে জানান এবং তিনি নিজেই আমাদের এখানে নিয়ে আসেন।”এখানকার শিক্ষক (উপাধ্যক্ষ, প্রফেসর মোঃ আশরাফুল কবির) স্যার আমাদের লাইব্রেরিতে প্রবেশের অনুমতি দেন।

সবচেয়ে বেশি অধ্যয়ন করেছেন কোন পাণ্ডুলিপিগুলো?
ড. শাহিন পিশবিন বলেন,
 “আমরা সাহিত্যের পাণ্ডুলিপিগুলোর ওপর বেশি অধ্যয়ন করেছি। এখানে না এলে জানতে পারতাম না যে বাংলাদেশে এমন একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত ও মনোরম। পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। সময় পেলে আবার আসার চেষ্টা করব।”

ঢাকা আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে থাকা বই ও পাণ্ডুলিপি গবেষণায় কতটা সহায়ক হতে পারে?
ড. নিউবল্ড বলেন,
 “এখানে এমন অনেক প্রাচীন ও দুর্লভ বই রয়েছে যা আন্তর্জাতিক গবেষকদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ইতিহাস, ইসলামি শিক্ষা ও সাহিত্য, আরবি-ফারসি সংস্কৃতি নিয়ে যারা গবেষণা করছেন, তাদের জন্য এটি এক অমূল্য সম্পদ।”

নতুন গবেষকদের প্রতি বার্তা কী?
ড. শাহিন বলেন, 
গবেষণা কেবল তথ্য সংগ্রহ নয়, এটি একটি অনুসন্ধানী যাত্রা। “গবেষণার জন্য স্থানীয় ও আঞ্চলিক উৎসগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। কেবল আধুনিক উৎস নয়, প্রাচীন পাণ্ডুলিপি ও বইয়ের মধ্যেই ইতিহাসের গভীরতম তথ্য লুকিয়ে থাকে। আমি নতুন গবেষকদের বলব—যতটুকু সম্ভব পুরাতন বই ও পান্ডুলিপির সঙ্গে পরিচিত হও, কারণ এগুলোর মধ্যেই ইতিহাসের গভীর রূপ লুকিয়ে থাকে।”

এই দুটি আন্তর্জাতিক গবেষকের অভিমত থেকে স্পষ্ট যে, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার কেন্দ্রীয় লাইব্রেরি শুধু জাতীয় সম্পদ নয়, আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে।

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

১৪ দফা বাস্তবায়নের দাবিতে গৌরীপুরে সাংবাদিকদের কলম বিরতি

ঢাকা আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে গবেষণায় মুগ্ধ বিদেশি দুই গবেষক

আপডেট সময় ১১:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

 


মোঃ আরিফুল ইসলাম ঢাকা আলিয়া প্রতিনিধি : 
আজ ২০ই মে ২০২৫ রোজ মঙ্গলবার ঢাকার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া’র কেন্দ্রীয় লাইব্রেরিতে গবেষণা করতে এসেছেন দুই বিদেশি নাগরিক—ড. থমাস নিউবল্ড এবং ড. শাহিন পিশবিন। তারা দু’জনই আন্তর্জাতিক মানের গবেষক এবং নিজেদের নিজ নিজ ক্ষেত্রে সুপরিচিত।

তারা লাইব্রেরির বিভিন্ন আরবি, ফারসি, উর্দু ,সাহিত্য ও ইতিহাসভিত্তিক পান্ডুলিপি নিয়ে গবেষণা করেন। তাদের ভাষ্য অনুযায়ী, এই লাইব্রেরিতে থাকা দুর্লভ পান্ডুলিপিসমূহ বাংলা অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল বোঝার জন্য এক অনন্য উৎস। লাইব্রেরির দুর্লভ পাণ্ডুলিপি ও সমৃদ্ধ সংগ্রহ দেখে তারা মুগ্ধ হন।

ড. থমাস নিউবল্ড, ইতালীয় নাগরিক এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ড. শাহিন পিশবিন, ইরানের নাগরিক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন্স কলেজে পোস্টডক্টরাল গবেষক।

তারা আরবি সাহিত্য, ফারসি, উর্দু ও ঐতিহাসিক বিষয়ভিত্তিক বিভিন্ন পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করছেন।

লাইব্রেরির খোঁজ কীভাবে পেলেন জানতে চাইলে ড. নিউবল্ড জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হাসান আমাদেরকে এই প্রাচীন ও ঐতিহ্যবাহী লাইব্রেরির বিষয়ে জানান এবং তিনি নিজেই আমাদের এখানে নিয়ে আসেন।”এখানকার শিক্ষক (উপাধ্যক্ষ, প্রফেসর মোঃ আশরাফুল কবির) স্যার আমাদের লাইব্রেরিতে প্রবেশের অনুমতি দেন।

সবচেয়ে বেশি অধ্যয়ন করেছেন কোন পাণ্ডুলিপিগুলো?
ড. শাহিন পিশবিন বলেন,
 “আমরা সাহিত্যের পাণ্ডুলিপিগুলোর ওপর বেশি অধ্যয়ন করেছি। এখানে না এলে জানতে পারতাম না যে বাংলাদেশে এমন একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত ও মনোরম। পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। সময় পেলে আবার আসার চেষ্টা করব।”

ঢাকা আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে থাকা বই ও পাণ্ডুলিপি গবেষণায় কতটা সহায়ক হতে পারে?
ড. নিউবল্ড বলেন,
 “এখানে এমন অনেক প্রাচীন ও দুর্লভ বই রয়েছে যা আন্তর্জাতিক গবেষকদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ইতিহাস, ইসলামি শিক্ষা ও সাহিত্য, আরবি-ফারসি সংস্কৃতি নিয়ে যারা গবেষণা করছেন, তাদের জন্য এটি এক অমূল্য সম্পদ।”

নতুন গবেষকদের প্রতি বার্তা কী?
ড. শাহিন বলেন, 
গবেষণা কেবল তথ্য সংগ্রহ নয়, এটি একটি অনুসন্ধানী যাত্রা। “গবেষণার জন্য স্থানীয় ও আঞ্চলিক উৎসগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। কেবল আধুনিক উৎস নয়, প্রাচীন পাণ্ডুলিপি ও বইয়ের মধ্যেই ইতিহাসের গভীরতম তথ্য লুকিয়ে থাকে। আমি নতুন গবেষকদের বলব—যতটুকু সম্ভব পুরাতন বই ও পান্ডুলিপির সঙ্গে পরিচিত হও, কারণ এগুলোর মধ্যেই ইতিহাসের গভীর রূপ লুকিয়ে থাকে।”

এই দুটি আন্তর্জাতিক গবেষকের অভিমত থেকে স্পষ্ট যে, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার কেন্দ্রীয় লাইব্রেরি শুধু জাতীয় সম্পদ নয়, আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে।