ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে সাগরিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ফরিদগঞ্জে পুলিশের এসআই-এর চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি ঢাকায় উদ্ধার। বদলগাছীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার জগন্নাথপুরে গোলায় উঠল ৪০০ কোটি টাকার ধান “ফসল কর্তন সমাপনী উৎসব” সম্পন্ন। কুমারখালীতে দুই ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা দুর্নীতির অভিযোগে কালীগঞ্জের সাবেক মেয়র রবীন হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু সুনামগঞ্জ ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ এর মতবিনিময় সভা। আলাউদ্দিন নগরে জেলার বৃহত্তম আবাসিক ও বাণিজ্যিকসহ বহুমাত্রিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাইক্ষ‍‍্যংছড়ি-সোনাইছড়ি পুলিশের অভিযানে আওয়ামী লীগের নিষিদ্ধ নেতা গ্রেফতার 

দুর্নীতির অভিযোগে কালীগঞ্জের সাবেক মেয়র রবীন হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

 

 

 

 তৈয়বুর রহমান, কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধিঃ

 

কোটি কোটি টাকার দুর্নীতি ও প্রশাসনিক দায়িত্বে গুরুতর অবহেলার অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এস. এম. রবীন হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ অনুযায়ী, মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মে জড়িত ছিলেন।

দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম মিয়াকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে গত ২০ এপ্রিল কালীগঞ্জ পৌরসভায় একটি চিঠি পাঠানো হয়। সেখানে মেয়রের কার্যকালীন সময়ের যাবতীয় আর্থিক লেনদেন, প্রকল্প, বাজেট ও আয়-ব্যয়ের হিসাবসংক্রান্ত নথিপত্র ৭ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে মুঠোফোনে চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী অফিসার (পিএনও) শ্যামল কুমার দত্ত।

চিঠিতে উল্লেখ করা হয়, ট্রেড লাইসেন্স, হাট বাজার ইজারা, হোল্ডিং ট্যাক্স, ভূমি উন্নয়ন কর, জন্ম ও নাগরিক সনদ ইস্যু, পৌরসভার বাজেট, ক্রয়সংক্রান্ত নথি, প্রকল্প তালিকা, টেন্ডার ডকুমেন্ট, ব্যাংক স্ট্যাটমেন্ট ও ক্যাশবইসহ প্রয়োজনীয় সব রেকর্ড জমা দিতে হবে।

পিএনও শ্যামল কুমার দত্ত বলেন, দুদকের অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে এবং দ্রুততম সময়ের তা জমা দেওয়া হবে।

দুদক কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, প্রাথমিক পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। তা যাচাই বাছাই করে পরবর্তী ধাপের অনুসন্ধান পরিচালিত হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হন এস. এম. রবীন হোসেন। ১৬ জুন দায়িত্ব গ্রহণ করেন তিনি। ৩ বছর ২ মাস একদিন মেয়র পদে থাকেন ২০২৪ সালের ১৮ আগস্ট সরকারিভাবে তাকে অপসারণ করা হয়।

 

 

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে সাগরিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে কালীগঞ্জের সাবেক মেয়র রবীন হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

আপডেট সময় ১১:৫৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

 

 

 

 তৈয়বুর রহমান, কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধিঃ

 

কোটি কোটি টাকার দুর্নীতি ও প্রশাসনিক দায়িত্বে গুরুতর অবহেলার অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এস. এম. রবীন হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ অনুযায়ী, মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মে জড়িত ছিলেন।

দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম মিয়াকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে গত ২০ এপ্রিল কালীগঞ্জ পৌরসভায় একটি চিঠি পাঠানো হয়। সেখানে মেয়রের কার্যকালীন সময়ের যাবতীয় আর্থিক লেনদেন, প্রকল্প, বাজেট ও আয়-ব্যয়ের হিসাবসংক্রান্ত নথিপত্র ৭ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে মুঠোফোনে চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী অফিসার (পিএনও) শ্যামল কুমার দত্ত।

চিঠিতে উল্লেখ করা হয়, ট্রেড লাইসেন্স, হাট বাজার ইজারা, হোল্ডিং ট্যাক্স, ভূমি উন্নয়ন কর, জন্ম ও নাগরিক সনদ ইস্যু, পৌরসভার বাজেট, ক্রয়সংক্রান্ত নথি, প্রকল্প তালিকা, টেন্ডার ডকুমেন্ট, ব্যাংক স্ট্যাটমেন্ট ও ক্যাশবইসহ প্রয়োজনীয় সব রেকর্ড জমা দিতে হবে।

পিএনও শ্যামল কুমার দত্ত বলেন, দুদকের অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে এবং দ্রুততম সময়ের তা জমা দেওয়া হবে।

দুদক কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, প্রাথমিক পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। তা যাচাই বাছাই করে পরবর্তী ধাপের অনুসন্ধান পরিচালিত হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হন এস. এম. রবীন হোসেন। ১৬ জুন দায়িত্ব গ্রহণ করেন তিনি। ৩ বছর ২ মাস একদিন মেয়র পদে থাকেন ২০২৪ সালের ১৮ আগস্ট সরকারিভাবে তাকে অপসারণ করা হয়।