ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ধর্মীয় সম্প্রীতি, বিশ্বাস ও মানুষের একতা নিয়ে বিশেষ আলোচনা সভা সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  দূণীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস দিয়ে আমাদের এই সমাজ ভরে গিয়েছে। এখন আর এক গ্রুপ চাঁদাবাজি করতেছে। সিস্টেম একই রয়ে গেছে শুধু মানুষ পাল্টায় গেছে – নাহিদ ইসলাম সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের পায়তারা পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ কুমিল্লা মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফাহিম বয়াতী হত্যাকাণ্ড: চার দিনেও মূল আসামিরা গ্রেফতার হয়নি, বাউফলে বিক্ষোভ-মিছিল বুড়িচংয়ে সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা  নবীনগরনামার উদ্যোগে তিতাস নদীতে পোনামাছ অবমুক্ত হোসেনপুরে স্পন্দন রক্তদাতা সংস্থা’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

কয়রায় মাছের ঘের দখলের চেষ্টায় হামলার অভিযোগ 

কয়রায় মাছের ঘের দখলের চেষ্টায় হামলার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক : খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বায়লারহানিয়া গ্রামে মাছের ঘের দখলের চেষ্টায় হামলার অভিযোগ উঠেছে। উপজেলার বায়লারহানিয়া গ্রামের ফারুক হোসেন সানার এস এ ৯৬ নং খতিয়ানের জমির মাছের ঘের দখল ও হামলার ঘটনার অভিযোগ উঠেছে। এ মর্মে ফারুক সানার স্ত্রী আলেয়া খাতুন অভিযোগ দিয়েছেন।


স্থানীয়রা ও অভিযোগ থেকে জানা যায়, 
৮ই মে বৃহস্পতিবার রাত ১০টায় উক্ত জমিতে ১৪৪ ধারায় স্থিতিবস্থা আদেশ চলমান অবস্থায়। একই গ্রামের আব্দুল খালেক, শফিকুল উভয় পিতা মৃত বেলায়েত সানা, রবিউল, রিয়াসাদ, রাজ্জাক, আমজেদ সানারা মিলে দা, লাঠি, লোহার রড, জাল, খারাই, বস্তা, ড্রাম নিয়ে ফারুকের মাছের ঘেরে প্রবেশ করে মাছ ধরতে থাকে। ফারুক বাড়ীতে না থাকা তার স্ত্রী ও স্বজনরা  এ কাজে বাঁধা দিলে। শফিকুল সানা লাঠি দিয়ে আলেয়া কে মারপিট করে। আরিফা খাতুন ঠেকাতে গেলে রবিউল তাকে শ্লীলতাহানী ঘটায়।

তাদের হামলায় সুজন ও নাছিমা গুরুতর আহত হয়। তারা মাছের ঘের থেকে মাছ ধরে নিয়ে যায়।
হামলায় আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন। আরিফা গর্ভবতী হওয়ায়  তার অবস্থা গুরুতরের জন্য  তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আলেয়া খাতুন গংরা জানান, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় তারা প্রশাসনের কোন সহযোগিতা পাচ্ছেন না। তারা এ ঘটনার সু বিচারের দাবি জানান। এ বিষয়ে খালেক গংদের কাছে জানতে সরজমিনে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

দেশে ধর্মীয় সম্প্রীতি, বিশ্বাস ও মানুষের একতা নিয়ে বিশেষ আলোচনা সভা

কয়রায় মাছের ঘের দখলের চেষ্টায় হামলার অভিযোগ 

আপডেট সময় ০৩:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
নিজস্ব প্রতিবেদক : খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বায়লারহানিয়া গ্রামে মাছের ঘের দখলের চেষ্টায় হামলার অভিযোগ উঠেছে। উপজেলার বায়লারহানিয়া গ্রামের ফারুক হোসেন সানার এস এ ৯৬ নং খতিয়ানের জমির মাছের ঘের দখল ও হামলার ঘটনার অভিযোগ উঠেছে। এ মর্মে ফারুক সানার স্ত্রী আলেয়া খাতুন অভিযোগ দিয়েছেন।


স্থানীয়রা ও অভিযোগ থেকে জানা যায়, 
৮ই মে বৃহস্পতিবার রাত ১০টায় উক্ত জমিতে ১৪৪ ধারায় স্থিতিবস্থা আদেশ চলমান অবস্থায়। একই গ্রামের আব্দুল খালেক, শফিকুল উভয় পিতা মৃত বেলায়েত সানা, রবিউল, রিয়াসাদ, রাজ্জাক, আমজেদ সানারা মিলে দা, লাঠি, লোহার রড, জাল, খারাই, বস্তা, ড্রাম নিয়ে ফারুকের মাছের ঘেরে প্রবেশ করে মাছ ধরতে থাকে। ফারুক বাড়ীতে না থাকা তার স্ত্রী ও স্বজনরা  এ কাজে বাঁধা দিলে। শফিকুল সানা লাঠি দিয়ে আলেয়া কে মারপিট করে। আরিফা খাতুন ঠেকাতে গেলে রবিউল তাকে শ্লীলতাহানী ঘটায়।

তাদের হামলায় সুজন ও নাছিমা গুরুতর আহত হয়। তারা মাছের ঘের থেকে মাছ ধরে নিয়ে যায়।
হামলায় আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন। আরিফা গর্ভবতী হওয়ায়  তার অবস্থা গুরুতরের জন্য  তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আলেয়া খাতুন গংরা জানান, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় তারা প্রশাসনের কোন সহযোগিতা পাচ্ছেন না। তারা এ ঘটনার সু বিচারের দাবি জানান। এ বিষয়ে খালেক গংদের কাছে জানতে সরজমিনে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।