মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফলের এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতী (১৯) হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত শাকিল ও সোহাগকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার (৫ জুলাই) নিহতের সহপাঠী ও এলাকাবাসীরা নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ মাঠে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে এবং অভিযুক্ত শাকিলকে ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করায় ফাহিমকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা জানান, ঘটনার পর চার দিন পেরিয়ে গেলেও আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। দ্রুত গ্রেফতার না হলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
গত মঙ্গলবার (১ জুলাই) বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ফাহিমকে কুপিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় ফাহিমের বাবা জাকির হোসেনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় এক অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, “ভুক্তভোগী ও অভিযুক্তরা সবাই বাউফলের হলেও ঘটনাস্থল দশমিনা থানার আওতাধীন হওয়ায় মামলাটি সেখানে দায়ের হয়েছে। আমরা দশমিনা থানাকে সর্বাত্মক সহযোগিতা করছি।”
দশমিনা থানার ওসি আবদুল আলীম যমুনা টেলিভিশনকে জানান, “মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামি—শাকিল ও সোহাগ—কে গ্রেফতারে অভিযান চলছে। খুব শিগগিরই তারা আইনের আওতায় আসবে।”
নিহতের পরিবার ও সহপাঠীদের দাবি, ফাহিমের পরিবার ও সহপাঠীরা আশঙ্কা করছেন, অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রভাবের কারণে গ্রেফতার হচ্ছে না। দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।