মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ।
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মানুষ বর্ষা না আসতেই পন্দা ও যমুনার ভাঙ্গনে পড়ে, বিশেষ করে তেওতা ইউনিয়নে মানুষ বেশি বিপদে পরে,
পতিবছর ভাঙ্গনের কোবলে পড়ে হারাতে হয় ভিটে মাটি সহ অনেক কিছু, তাই বর্ষা না আসতেই তেওতা ইউনিয়ন বাসির দাবি একটা স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য,,
তেওতা ইউনিয়ন জনগন নদীর তীরে দাঁড়িয়ে পতি বাদ ও দাবি করে।
তাদের কথা আমরা বা আমাদের একটি স্থায়ী বাঁধ নির্মাণ করে দেওয়া হক, যাতে আমাদের ঘড় বাড়ি নদী ভাঙ্গনের কোবলে না পরে, ঐ সময় সাবেক এমপি ১ আসনে মো এস এম জাহিদকে নিয়ে নান্না ধরনের কথা তুলে ধরেন, তেওতা ইউনিয়নের জনগন।
উক্ত পতিবাদ ও দাাবির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জনাব মো তোজামেল হক (তোজা) সাবেক কৃষক দলের সভাপতি তিনি বলেন তেওতা ইউনিয়নের মানুষ খুব কষ্টে দিন কাটায়, পতিবছর নদী ভাঙ্গনের কোবলে পড়ে তাদের অবস্থা অনেক খারাপ, বিগত আওয়ামী লীগের দালালরা তো দেশের অর্থ লুটে পুটে নিছে কিন্তু মানিকগঞ্জ শিবালয় উপজেলার মানুষদের জন্য কিছু করেনাই।
তাই আজ আমরা তেওতা ইউনিয়ন বাসিন্দারা শুধু তেওতা বাসিন্দারা না অনেক দুর ইউনিয়নের মানুষ ও আছে তাদের একটা স্থায়ী বাঁধ নির্মাণ করে দেওয়া হক, শুধু তাই নয় এই বাঁধ কররা জন্য যে টাকা সৈরাচার লোকজন লুট করে নিয়েছে তা উঠাতে হবে এবং গ্রেফতার করতে হবে, সমাবেশ শেষে তার জেলা প্রশাসক বরাবর একটি সারক লিপি পাঠানো হয়।