শনিবার বিকেলে বৌদ্ধ পূর্নিমা উপলক্ষে সিলেট বৌদ্ধ সমিতি আয়োজিত শান্তি শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই সিলেট সম্প্রীতির নগরী। এখানে একই অঙ্গিনার মধ্যে মসজিদ, মন্দির ও গির্জা রয়েছে। সিলেটের মানুষ সবাই মিলে মিশে সকল ধর্মের উৎসব পালন করি৷ ছাত্রজনতার গণবিপ্লবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অপশক্তি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে।
তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বৌদ্ধাধর্মালম্বী সবাইকে বৌদ্ধ পূর্নিমার শুভেচ্ছা জানান।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্র শেখর বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া বাঁধনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘানন্দ মহাতেরো, চারি মহাতীর্থের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ প্রজ্ঞাসত্য থেরো, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা নিশুতুস বড়ুয়া, বিপুল বড়ুয়া, সুকান্তি বড়ুয়ায়, জ্যোতি মিত্র বড়ুয়া, ধানশীর সভাপতি বৌদ্ধ দাস, বিশিষ্ট লেখক নিরঞ্জন দে প্রমূখ।