ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদরগঞ্জে এক রাতেই গোয়ালঘর থেকে চার গর চুরি, দিশেহারা খামারি। কুখ্যাত ১মাদক ব্যবসায়ী ৩৬ কেজি গাঁজা ও ১টি সিএনজি সহ গ্রেফতার।  প্রায় এক মাসের বৃষ্টিতে রায়গঞ্জের জনজীবন বিপর্যস্ত আগামীর বাংলাদেশ হবে জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশ  ব্রাহ্মণপাড়ায় কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিরণ কার্যক্রম উদ্ভোধন বুড়িচংয়ে উন্নয়ন ভাবনা: ইউএনওর সাথে প্রেসক্লাবের বৈঠক বুড়িচং উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী  জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট একশন প্রকল্পের সভা অনুষ্ঠিত  গৌরনদীর নলচিড়ার মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার চট্টগ্রামের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, পাহাড় ধসের শঙ্কা

মতিহারের অক্ট্রয়মোড়ে বৈদ্যুতিক পোলে আগুণ! 

মতিহারের অক্ট্রয়মোড়ে বৈদ্যুতিক পোলে আগুণ! 

 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর অক্ট্রয়মোড়ে বৈদ্যুতিক পোলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ মে) দুপুর সোয়া ১টার দিকে মতিহার থানাধীন কাজলা অক্ট্রয়মোড়ের গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় মসজিদ-মুখি মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুসল্লি, স্থানীয়রা বালি ও পানি ছুড়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দু’টি বৈদ্যুতিক পোল পাশাপাশি এবং ট্রান্সফরমার বসানো স্থানে মাকড়াশার জালের মতো ছড়ানো ইন্টারনেট ও ডিস লাইনের তারের ছড়াছড়ি। মূলত সেই স্থানেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

পরে ফায়ারসার্ভিসে খবর দেয়া হলে, ফায়ার সার্ভিসের কর্মীরা পয়ে হেঁটে ঘটনাস্থলে যান এবং তাদের গাড়ি সেই রাস্তায় প্রবেশ করবে না মর্মে। কিন্তু এই রাস্তাটিতে দিন রাত মালবাহি ট্রাক যাতায়াত করতে দেখা যায়। তবে অগ্নিকান্ডের ঘটনায় বেশ কিছু বৈদ্যুতিক, ডিস লাইন ও ইন্টানেটের তার পুড়ে গেলেও অন্য কোন ক্ষয়ক্ষতি হয়নি।

একাধীক স্থানীয়রা জানায়, নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে গলির এই রাস্তায় যত্রতত্র ডিস লাইন এবং ইন্টারনেটের তারের কারনে ভারী যানবাহন প্রবেশে বাধাগ্রস্ত হয় এবং বিভিন্ন সময় ট্রাকে বেঁধে বৈদ্যুতিক তার বেঁধে ছিড়ে যায়।

তারা আরও বলেন, বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফরমার দীর্ঘদিন যাবত ত্রæটিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় সেখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি পাওয়ার হাউজকে বার বার জানালেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানে দৃশ্যমান কোন ব্যবস্থা নিয়ে দেখা যায়নি বলেও অভিযোগ স্থানীয়দের।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

বদরগঞ্জে এক রাতেই গোয়ালঘর থেকে চার গর চুরি, দিশেহারা খামারি।

মতিহারের অক্ট্রয়মোড়ে বৈদ্যুতিক পোলে আগুণ! 

আপডেট সময় ১১:১৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর অক্ট্রয়মোড়ে বৈদ্যুতিক পোলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ মে) দুপুর সোয়া ১টার দিকে মতিহার থানাধীন কাজলা অক্ট্রয়মোড়ের গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় মসজিদ-মুখি মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুসল্লি, স্থানীয়রা বালি ও পানি ছুড়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দু’টি বৈদ্যুতিক পোল পাশাপাশি এবং ট্রান্সফরমার বসানো স্থানে মাকড়াশার জালের মতো ছড়ানো ইন্টারনেট ও ডিস লাইনের তারের ছড়াছড়ি। মূলত সেই স্থানেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

পরে ফায়ারসার্ভিসে খবর দেয়া হলে, ফায়ার সার্ভিসের কর্মীরা পয়ে হেঁটে ঘটনাস্থলে যান এবং তাদের গাড়ি সেই রাস্তায় প্রবেশ করবে না মর্মে। কিন্তু এই রাস্তাটিতে দিন রাত মালবাহি ট্রাক যাতায়াত করতে দেখা যায়। তবে অগ্নিকান্ডের ঘটনায় বেশ কিছু বৈদ্যুতিক, ডিস লাইন ও ইন্টানেটের তার পুড়ে গেলেও অন্য কোন ক্ষয়ক্ষতি হয়নি।

একাধীক স্থানীয়রা জানায়, নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে গলির এই রাস্তায় যত্রতত্র ডিস লাইন এবং ইন্টারনেটের তারের কারনে ভারী যানবাহন প্রবেশে বাধাগ্রস্ত হয় এবং বিভিন্ন সময় ট্রাকে বেঁধে বৈদ্যুতিক তার বেঁধে ছিড়ে যায়।

তারা আরও বলেন, বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফরমার দীর্ঘদিন যাবত ত্রæটিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় সেখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি পাওয়ার হাউজকে বার বার জানালেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানে দৃশ্যমান কোন ব্যবস্থা নিয়ে দেখা যায়নি বলেও অভিযোগ স্থানীয়দের।