ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন আজ বুড়িচংয়ে হাট-বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে টক লিচু  আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রসমাজ।  জগন্নাথপুরে এবার বৈশাখ মাস শেষ হওয়ার আগেই হাওরের বোরো ধান কাটা শতভাগ শেষ হয়েছে। চীন সরকারের প্রস্তাবিত একটি হাসপাতাল মৌলভীবাজারে স্থাপনের জোর দাবি। বাগমারা উচ্চ বিদ্যালয়ে জয় বাংলা স্লোগানের ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষককে শোকজ, চক্রান্তের আভাস বিজিবির অভিযানে আসামীসহ ভারতীয় রাজস্থানী তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপ আটক নওগাঁ নিয়ামতপুর চৌরা-সামাসপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুতালা ঘরের টিন উড়ে যায়  নওগাঁর বদলগাছী বিষ্ণুপুর ব্রীজের পার্শ্বে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪ টি প্যাকেেট মাংস উদ্ধার নওগাঁয় সার্ভেয়ার আমিন সমিতির সদস্য মরহুম চানমিয়ার মৃত্যুর সৎ কাজের জন্য  আর্থিক অনুদান প্রদান

মুলাদী সদর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বিশ প্রয়োগ করে ৪টি  গভাদী পশু হত্যা

মুলাদী সদর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বিশ প্রয়োগ করে ৪টি  গভাদী পশু হত্যা

মুলাদী প্রতিনিধিঃ মুলাদী সদর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বিশ প্রয়োগ করে ৪টি গভাদী পশু হত্যা করা হয়েছে।

জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের ৪নং ওয়ার্ডের রশিদ হাওলাদারের পুত্র সোহেলে হাওলাদার ও নুর আলম হাওলাদার গোয়ালে থাকা গরু প্রতিদিনের নেয় বাধা ছিল।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোয়াল ঘর থেকে হঠাৎ গরুর ডাক শুনতে পেয়ে সেখানে ছুটে যায় সোহেল হাওলাদারের পরিবারের লোকজন। সেখানে গিয়ে তারা দেখতে পায় তিনটি গরু মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতেছে।

এসময়, তাদের ডাকচিৎকারে বাড়ীর অন্যান্য লোকজন ছুটে আসে। তাৎখনিক তারা পশু ডাক্তারকে খবর দিলে ডাক্তার এসে বলেন গরু গুলোকে বিষ পান করানো হয়েছে। কিছু খনের মধ্যেই গরুগুলো এক এক করে মৃত্যুর কোলে ঢলে পরে। পরবর্তিতে ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এছাড়াও একই সময় পাশের বাড়ীর শহীদুর মীরের একটি উন্নত জাতের গাভীকেও বিশ পান করানো হলে সেটিও মারা যায়।

এব্যাপারে সোহেল হাওলাদারের পরিবারের লোকজন জানান, তাদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে প্রতিবেশি গফুর হাওলাদারের পুত্র কালাম হাওলাদারের সাথে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, যার পরিপ্রেক্ষিতে সোহেল ও তার ভাই নুর আলম বর্মতানে জেল-হাজতে রয়েছে।

গত দুই দিন পুর্বে কালাম হাওলাদার, ছেলে শরিয়ত উল্লাহ, ইসমাইল হাওলাদারের পুত্র নাজমুল, জলিল হাওলাদারের পুত্র সুমন, সেলিম হাওলাদারের পুত্র সাব্বির সহ তার লোকজন বিরোধীয় সম্পত্তির পিলার উপরে ফেলে। তারা ধারনা করেন এঘটনা কালাম হাওলাদার ও তার লোকজনই ঘটিয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে সোহেল হাওলাদারের পরিবার।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলামের জন্মদিন আজ

মুলাদী সদর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বিশ প্রয়োগ করে ৪টি  গভাদী পশু হত্যা

আপডেট সময় ০৭:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

মুলাদী প্রতিনিধিঃ মুলাদী সদর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বিশ প্রয়োগ করে ৪টি গভাদী পশু হত্যা করা হয়েছে।

জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের ৪নং ওয়ার্ডের রশিদ হাওলাদারের পুত্র সোহেলে হাওলাদার ও নুর আলম হাওলাদার গোয়ালে থাকা গরু প্রতিদিনের নেয় বাধা ছিল।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোয়াল ঘর থেকে হঠাৎ গরুর ডাক শুনতে পেয়ে সেখানে ছুটে যায় সোহেল হাওলাদারের পরিবারের লোকজন। সেখানে গিয়ে তারা দেখতে পায় তিনটি গরু মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতেছে।

এসময়, তাদের ডাকচিৎকারে বাড়ীর অন্যান্য লোকজন ছুটে আসে। তাৎখনিক তারা পশু ডাক্তারকে খবর দিলে ডাক্তার এসে বলেন গরু গুলোকে বিষ পান করানো হয়েছে। কিছু খনের মধ্যেই গরুগুলো এক এক করে মৃত্যুর কোলে ঢলে পরে। পরবর্তিতে ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এছাড়াও একই সময় পাশের বাড়ীর শহীদুর মীরের একটি উন্নত জাতের গাভীকেও বিশ পান করানো হলে সেটিও মারা যায়।

এব্যাপারে সোহেল হাওলাদারের পরিবারের লোকজন জানান, তাদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে প্রতিবেশি গফুর হাওলাদারের পুত্র কালাম হাওলাদারের সাথে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, যার পরিপ্রেক্ষিতে সোহেল ও তার ভাই নুর আলম বর্মতানে জেল-হাজতে রয়েছে।

গত দুই দিন পুর্বে কালাম হাওলাদার, ছেলে শরিয়ত উল্লাহ, ইসমাইল হাওলাদারের পুত্র নাজমুল, জলিল হাওলাদারের পুত্র সুমন, সেলিম হাওলাদারের পুত্র সাব্বির সহ তার লোকজন বিরোধীয় সম্পত্তির পিলার উপরে ফেলে। তারা ধারনা করেন এঘটনা কালাম হাওলাদার ও তার লোকজনই ঘটিয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে সোহেল হাওলাদারের পরিবার।