ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ত্র ও ডাকাতি মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় সাজাপ্রাপ্ত আসামী আরজ আলী র‌্যাব কর্তৃক গ্রেফতার। নান্দাইলে ইউপি চেয়ারম্যান সহ গ্রেফতার- ৩ কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত  শ্রমিক পেনশন’-এর দাবি ও নিহত শ্রমিকদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন-সমাবেশ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। প্রতারণা ও যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মানিক রাজধানীর আজিমপুরে র‌্যাব কর্তৃক গ্রেফতার। ফরিদগঞ্জে বন্ধুকে আটকে রেখে ওই বন্ধুর স্ত্রীকে কুপ্রস্তাব ও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি। নওগাঁর মহাদেবপুরে বিসমিল্লাহ রাইস মিলের মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আরিফ হোসেনের মৃত্যু ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত কয়রায় ভোটের মাধ্যমে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত

রাজশাহী নগরীর বাঁদুড়তলা এলাকায় নারীর ঘরে বিবস্ত্র অবস্থায় পুলিশ কনস্টেবল আটক

রাজশাহী নগরীর বাঁদুড়তলা এলাকায় নারীর ঘরে বিবস্ত্র অবস্থায় পুলিশ কনস্টেবল আটক

 

 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে এক তালাকপ্রাপ্তা নারীর ঘরে বিবস্ত্র অবস্থায় পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (৩০ এপ্রিল), দিনগত রাত ১২টার দিকে নগরীর মতিহার থানার তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে।

 

 

বৃহস্পতিবার (১ মে) বেলা ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুজনে পুলিশ হেফাজতে মতিহার থানায় রয়েছেন। ওই পুলিশ সদস্যের নাম টিএম নাছির উদ্দিন। তিনি সিরাজগঞ্জ সদরের সয়াগোবিন্দ নয়ন মোড় ভাঙ্গাবাড়ি এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী পুলিশ লাইনে ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত। পুলিশ সদস্য নাছির ও ওই নারীর এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এনিয়ে ভিডিওর কমেন্ট বক্সে বিভিন্ন মন্তব্য করেছে নেটিজেনরা। তবে ওই নারী ও পুলিশ সদস্যের দাবি- তারা কলমা পড়ে বিয়ে করেছেন। তবে তাদের বিয়ের রেজিস্ট্রি নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বাসা ভাড়া নিয়ে থাকতেন। তবে ওই নারী তালাকপ্রাপ্তা। এ দিন তারা রাতে নগরীর বাঁদুরতলা এলাকার মায়ের বাসায় গিয়েছিলেন। ওই বাড়িতে তাদের ধরে ফেলে স্থানীয়রা।

এ সময় নাছির ও ওই নারী জানান, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে তাদের বিয়ের কাগজপত্র নেই। তারা কলেমা পড়ে মৌলভীর কাছে বিয়ে করেছেন। এ বিয়ের দু’জন মানুষ সাক্ষী রয়েছে। এছাড়া তারা যে এলাকায় ভাড়া বাসায় থাকেন সেখানকার মসজিদের ইমাম ও মুসল্লিরা বিয়ের বিষয়টি জানে।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তারা বিয়ে করেছে বলে আমাদের জানিয়েছে। কিন্তু বিয়ের কোন কাগজপত্র নেই। তারা কালেমা পড়ে বিয়ে করেছেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদস্যের পরিবারকেও জানানো হয়েছে। তারা এলে সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ত্র ও ডাকাতি মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় সাজাপ্রাপ্ত আসামী আরজ আলী র‌্যাব কর্তৃক গ্রেফতার।

রাজশাহী নগরীর বাঁদুড়তলা এলাকায় নারীর ঘরে বিবস্ত্র অবস্থায় পুলিশ কনস্টেবল আটক

আপডেট সময় ১২:১৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

 

 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে এক তালাকপ্রাপ্তা নারীর ঘরে বিবস্ত্র অবস্থায় পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (৩০ এপ্রিল), দিনগত রাত ১২টার দিকে নগরীর মতিহার থানার তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে।

 

 

বৃহস্পতিবার (১ মে) বেলা ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুজনে পুলিশ হেফাজতে মতিহার থানায় রয়েছেন। ওই পুলিশ সদস্যের নাম টিএম নাছির উদ্দিন। তিনি সিরাজগঞ্জ সদরের সয়াগোবিন্দ নয়ন মোড় ভাঙ্গাবাড়ি এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী পুলিশ লাইনে ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত। পুলিশ সদস্য নাছির ও ওই নারীর এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এনিয়ে ভিডিওর কমেন্ট বক্সে বিভিন্ন মন্তব্য করেছে নেটিজেনরা। তবে ওই নারী ও পুলিশ সদস্যের দাবি- তারা কলমা পড়ে বিয়ে করেছেন। তবে তাদের বিয়ের রেজিস্ট্রি নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বাসা ভাড়া নিয়ে থাকতেন। তবে ওই নারী তালাকপ্রাপ্তা। এ দিন তারা রাতে নগরীর বাঁদুরতলা এলাকার মায়ের বাসায় গিয়েছিলেন। ওই বাড়িতে তাদের ধরে ফেলে স্থানীয়রা।

এ সময় নাছির ও ওই নারী জানান, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে তাদের বিয়ের কাগজপত্র নেই। তারা কলেমা পড়ে মৌলভীর কাছে বিয়ে করেছেন। এ বিয়ের দু’জন মানুষ সাক্ষী রয়েছে। এছাড়া তারা যে এলাকায় ভাড়া বাসায় থাকেন সেখানকার মসজিদের ইমাম ও মুসল্লিরা বিয়ের বিষয়টি জানে।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তারা বিয়ে করেছে বলে আমাদের জানিয়েছে। কিন্তু বিয়ের কোন কাগজপত্র নেই। তারা কালেমা পড়ে বিয়ে করেছেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদস্যের পরিবারকেও জানানো হয়েছে। তারা এলে সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।