নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ ফতুল্লায় গৃহবধূ ধর্ষণ র্যাব এর অভিযানে আরো এক আসামি গ্রেপ্তার ১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৭২ জন, আরসা সদস্য-১৫ জন, হত্যা মামলায় ১০৫ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৪৭ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৩ জন গ্রেফতারসহ ৮৫ টি অস্ত্র, ১২৮৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৬৪ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১।
পাশাপাশি ৪২ জন অপহরণকারী গ্রেফতারসহ ৩৪ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৫ জন, জেল পলাতক ৩৬ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৬৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ০৭ এপ্রিল ২০২৫ তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন গাবতলী প্রাইমারী স্কুলের পাশের পাঁচ তলা বাড়ির নিচ তলার রুমের ভিতরে ডেকে নিয়ে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ এর ঘটনা ঘটে।
উক্ত ঘটনা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং-৩০, তারিখঃ ১১ এপ্রিল ২০২৫।
উক্ত ঘটনার, সাথে জড়িত আসামীদেরকে দ্রæত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
প্রাথমিক অনুসন্ধানে এবং এজাহার পর্যালোচনায় জানা যায় যে, ভিকটিমের বিয়ের পূর্বে অভিযুক্ত মাহিম এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিমের অন্যত্র বিয়ের পর থেকে বিভিন্ন সময় রাস্তা ঘাটে অভিযুক্ত মাহিম ভিকটিমকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করত ও – কু-প্রস্তাব দিত। এরই ধারাবাহিকাতায় গত ইং ০৭ এপ্রিল ২০২৫ তারিখ নারায়ণগঞ্জের সদর উপজেলার গাবতলী এলাকার একটি ভাড়া বাসাতে ডেকে নিয়ে উক্ত ভিকটিমকে ধর্ষণের ঘটনা ঘটে।
ঐ দিন ফতুল্লা মডেল থানাধীন গাবতলী প্রাইমারী স্কুলের পাশের পাঁচ তলা বাড়ির নিচ তলার রুমের ভিতরে ডেকে নিয়ে অভিযুক্ত মাহিম ভিকটিমকে এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহায়তায় ধর্ষণ করে।
এ সময় ভিকটিম কান্নাকাটি করলে অভিযুক্তরা ভিকটিমকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ্ধসঢ় ঐ বাড়ি থেকে বের করে দেয়। এরপর ভিকটিম বিষয়টি তার স্বামী এবং পরিবারকে জানায় এবং ভিকটিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার, সাথে জড়িত এজাহারনামীয় ০৩ নং আসামী সজীব ওরফে বদনা সজীব (৪০), পিতা- আঃ মান্নান, সাং- গাবতলী প্রাইমারী স্কুল সংলগ্ন, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মল্লিক বাড়ি ইউনিয়নের ধামশুর এলাকা হতে অদ্য ইং ২৮ এপ্রিল ২০২৫ তারিখ ১৯:৪৫ ঘটিকায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, উক্ত মামলায় ০৪ নং আসামী জাকারিয়া প্রকাশ নয়ন (৩০)’কে বরিশাল জেলার কোতয়ালী থানাধীন নাজির মহল্লা এলাকা হতে গত ১৭ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত্রি ২১.৪৫ ঘটিকায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।